প্রয়োজনে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিন, মমতাকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর

নয়াদিল্লি: এনআরএস-কাণ্ডের আগুন রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের আছড়ে পড়েছিল আগেই৷ এবার, সেই উত্তাপ পৌঁছে গেল কেন্দ্র-রাজ্যে সম্পর্কে৷ এনআরএস-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির মোকাবিলায় এবার ব্যক্তিগত ভাবে হস্তক্ষেপ করার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রীর হর্ষবর্ধনের৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ মন্ত্রীর৷ সরকারি

প্রয়োজনে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিন, মমতাকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর

নয়াদিল্লি: এনআরএস-কাণ্ডের আগুন রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের আছড়ে পড়েছিল আগেই৷ এবার, সেই উত্তাপ পৌঁছে গেল কেন্দ্র-রাজ্যে সম্পর্কে৷ এনআরএস-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির মোকাবিলায় এবার ব্যক্তিগত ভাবে হস্তক্ষেপ করার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রীর হর্ষবর্ধনের৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ মন্ত্রীর৷ সরকারি হাসপাতালের চিকিৎসকদের গণইস্তফা দিয়েছেন ও জুনিয়র চিকিৎসকদের সমস্যার দ্রুত সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষবর্ধনের৷

ইতিমধ্যেই আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আর্জি জানালেন, এই বিষয়কে প্রেস্টিজ ইস্যু করবেন না, বিক্ষোভ শুনে সমাধানের চেষ্টা করুন। শুক্রবার সকালে দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকদের সংগঠনের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা হয়। তাঁরা গিয়ে হর্ষবর্ধনকে বলেন , এই পরিস্থিতির উপর তিনি যেন নজর দেন৷ নাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।

তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি, এই বিষয়কে প্রেস্টিজ ইস্যু করবেন না। তিনি ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছেন। তার ফলেই ডাক্তাররা আরও রেগে গিয়ে আন্দোলনের পথে গিয়েছেন। আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখব। এ ছাড়া আমি ফোনেও তাঁর সঙ্গে কথা বলব।” এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় গুরুতর আহত হওয়ার পর ডাক্তারদের সুরক্ষার দাবি তুলে ধর্নায় বসেন এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা। ধীরে ধীরে সেই আন্দোলনে শামিল হন কলকাতা ও রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। ধীরে ধীরে এই আন্দোলন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে।

তারমধ্যেই বৃহস্পতিবার এসএসকেএম মেডিক্যাল কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তারপরেই মমতা হুঁশিয়ারি দেন, চার ঘণ্টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ না দিলে হস্টেল ছাড়তে হবে। তিনি আরও বলেন, এই বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই বহিরাগত রয়েছেন। আন্দোলন না থামালে ব্যবস্থা নেবে সরকার। বলা বাহুল্য, তাঁর এহেন মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। একের পর একে ইস্তফা দিতে থাকেন ডাক্তাররা। এনআরএসের সুপার প্রিন্সিপাল অচলাবস্থার মধ্যেই পদত্যাগ করেন। মুকুল রায় এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে ছাড়েননি, তিনি মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করেন। এনআরএসে-র আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সাফ জানিয়ে দেন যতক্ষণ না তাঁর বক্তব্যের জন্য এই হাসপাতালে এসে মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা চাইছেন, ততক্ষণ আন্দোলন চলবে। এই আন্দোলনে সমর্থন জানান দিল্লি এইমস-এর ডাক্তাররা। এরপরে আইএমএ-র তরফেও এই আন্দোলনকে সমর্থন জানানো হয়। এ দিন সেই আন্দোলনে মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *