ফের বন্ধ তাজমহল-সহ যাবতীয় স্মৃতিসৌধ, যাদুঘর ও পর্যটনস্থল

ফের বন্ধ তাজমহল-সহ যাবতীয় স্মৃতিসৌধ, যাদুঘর ও পর্যটনস্থল

 
নয়াদিল্লি:
করোনার জেরে ফের বন্ধ তাজমহল-সহ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সমস্ত স্মৃতিসৌধ, যাদুঘর ও পর্যটনস্থল। এগুলো বন্ধ থাকবে আগামী ১৫ মে পর্যন্ত ৷ করোনার ভয়ঙ্কর থাবায় লাগাম ছাড়া সংক্রমণের কারণে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক৷

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানান, কোভিড ১৯ সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার যাবতীয় সব পর্যটনস্থল বন্ধ থাকবে৷ টুইটারে প্রহ্লাদ প্যাটেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সংক্রান্ত নোটিসটিও প্রকাশ করেন৷ ওই নোটিসে লেখা রয়েছে, ‘করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সব স্মৃতিসৌধ ও পর্যটনস্থল আগামী ১৫ মে ২০১২ পর্যন্ত বন্ধ থাকবে৷ ফের কবে পর্যটনস্থলগুলি খোলা হবে, তা পরবর্তী নোটিসে জানানো হবে৷’ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে দেশের তিন হাজার ৬৯৩টি সৌধ ও ৫০টি যাদুঘর৷ বৃহস্পতিবার, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র নীতিন ত্রিপাঠি জানান, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরের মতো সৌধগুলির ক্ষেত্রে নিত্য পুজো চলবে, তবে সেখানে সাধারণ দর্শক প্রবেশ করতে পারবেন না৷

করোনা সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ বন্ধ হয়ে গিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা যাবতীয় সৌধ ও পর্যটনস্থল৷ স্বাস্থ্যবিধি মেনে ফের যা খুলেছিল জুলাইয়ের শুরুতে৷ প্রসঙ্গত, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল অবস্থা ভারতের। দেশে করোনা ভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা দু’ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই প্রথম বার, গোটা অতিমারি পর্বে আমেরিকার পর শুধু ভারতেই একদিনে আক্রান্ত দু’ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩৯ জন। এর জেরে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ছাড়াল। মোট আক্রান্তের নিরিখেও বিশ্বে আমেরিকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 6 =