তাহাউর রানার কি ফাঁসি হবে? আসরে হিন্দু সেনা | Tahawwur Rana

Tahawwur Rana Mumbai attacks​ আমেরিকা তাহাউর হুসেন রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার পর তার ফাঁসি হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগে ২৬/১১…

Tahawwur Rana extradition 26/11 Mumbai attacks​

Tahawwur Rana Mumbai attacks​

আমেরিকা তাহাউর হুসেন রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার পর তার ফাঁসি হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগে ২৬/১১ মুম্বই হামলার ঘটনায় ফাঁসি হয়েছিল জঙ্গি আমির আজমল কাসভের। তাই ওই হামলার ঘটনায় মূলচক্রী হিসাবে চিহ্নিত রানারও‌ ফাঁসি হতে পারে বলে মনে করে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে আসরে নামল হিন্দু সেনা। এই হিন্দুত্ববাদী সংগঠন রানার ফাঁসির দাবিতে সরব হয়েছে। এমনকী এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবদনও জানিয়েছে‌ তারা।

Tahawwur Rana extradition 26/11 Mumbai attacks​

Mumbai attacks​

সম্প্রতি হিন্দু সেনা রাষ্ট্রপতিকে যে চিঠি দিয়েছে তাতে লেখা হয়েছে, “১৬ বছর পর রানাকে ভারত হাতে পেয়েছে। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করতে গেলে বিলম্ব হবে। তাই কোনও বিলম্ব না করেই রানাকে ফাঁসি দেওয়া হোক। বর্তমানে জেলে থাকা রানা যাতে কোনও বিশেষ ধরনের সুযোগ সুবিধা না পায়, সেদিকে যেন নজর দেওয়া হয়। কারণ ২৬/১১ হামলায় রানার জড়িয়ে থাকার বিষয়টি কারও কাছে গোপন নয়। এই হামলা ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গিহানা। ওই হামলায় ১৬০ জনের বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। তাই এই মামলায় আদালতের কোনও কার্যক্রমের প্রয়োজন নেই। কারণ এটি সন্ত্রাসবাদের একটি স্পষ্ট এবং প্রমাণিত মামলা। তাই যদি বিশেষ নিরাপত্তা বা জেলে থাকা অবস্থায় জঙ্গি কাসভের মতো রানাকে বিরিয়ানি পরিবেশন করা হয়, তাহলে তা হবে প্রকৃত দেশপ্রেমিককে অনুভূতির সঙ্গে এক বড় বিশ্বাসঘাতকতা। তাই রানাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে হবে। ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে, সেই বার্তা গোটা বিশ্বকে দিতে হবে।”

Tahawwur Rana extradition 26/11 Mumbai attacks​

Tahawwur Rana

 

যদিও বিষয়টি নিয়ে এনআইএ-এর তরফে কিছু জানানো হয়নি। আপাতত জোর কদমে চলছে জেরা পর্ব। মুম্বই হামলার ঘটনায় আর কে বা কারা যুক্ত ছিল, কীভাবে তৈরি করা হয়েছিল হামলার ব্লু প্রিন্ট, ইত্যাদি নানা বিষয় নিয়ে এনআইএ গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন রানাকে। গোয়েন্দারা মনে করছেন জেরায় নিশ্চিত ভাবে কোনও চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে। তাতে উঠে আসতে পারে আরও বহু নাম, যে বা যারা যুক্ত ছিল ওই নারকীয় হামলার ঘটনায়। সবমিলিয়ে বিষয়টি নিয়ে নানা চর্চা শুরু হয়েছে সংশ্লিষ্ট সব মহলে।

 

আরও পড়ুন-

২০২৫ সালে ভারতে অতিরিক্ত বর্ষণের পূর্বাভাস IMD’র! কৃষি খাতে আসবে বিপ্লব

ওয়াকফ-ঘিরে হিংসা: পশ্চিমবঙ্গ কি ‘পরিকল্পিত অস্থিরতার’ নাট্যমঞ্চে পরিণত হচ্ছে?

HDFC Bank Share Price: নববর্ষে লাফিয়ে বাড়ল HDFC-এর শেয়ার!

১৩,৫০০ কোটির প্রতারণা: কীভাবে ব্যাঙ্কিং ব্যবস্থার চোখে ধুলো দিলেন নীরব-মেহুল?নতুন বছরে বাজেট ফোনের বাজিমাত! কতটা সফল Infinix Note 50x?