বুধেই প্রত্যার্পণ, ভারতে আসছে মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানা

Tahawwur Rana extradition to India নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মূল চক্রী তাহাউর রানা বুধবারই ভারতে পৌঁছাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। গত ৭ এপ্রিল, মার্কিন সুপ্রিম…

tahawwur rana extradition to india

Tahawwur Rana extradition to India

নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মূল চক্রী তাহাউর রানা বুধবারই ভারতে পৌঁছাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। গত ৭ এপ্রিল, মার্কিন সুপ্রিম কোর্ট তার নির্বাসন স্থগিতের আবেদন খারিজ করে দেয়। ফলে, রানার ভারতে নির্বাসন এখন সময়ের অপেক্ষা৷ জানা গিয়েছে,  ভারতের একাধিক এজেন্সির প্রতিনিধিদের একটি দল আমেরিকায় রয়েছে। সেই দলই বুধবার ভারতে নিয়ে আসবে তাহাউর রানাকে। তার ভারতে আসা এখন শুধুই সময়ের অপেক্ষা৷ জানা গিয়েছে, রানাকে ভারতে আনার পর কড়া নিরাপত্তাবেষ্টিক কোনও জেলে রাখা হবে। ইতিমধ্যেই দিল্লির তিহাড় এবং মুম্বইয়ের আর্থার রোড জেলে তাকে রাখার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। (tahawwur rana extradition to india)

NIA-এর হেফাজতে থাকবেন রানা

ভারতে আসার পর, রানা ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)-এর হেফাজতে থাকবেন। তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলবে কয়েক সপ্তাহ ধরে। এই বিশেষ অপারেশনটি নেতৃত্ব দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যিনি স্বরাষ্ট্র মন্ত্রক-সহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন৷ তেমনটাই জানাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া (TOI)।

বিক্রম সিংয়ের প্রতিক্রিয়া

রানার নির্বাসন স্থগিতের আবেদন খারিজ হওয়ার পর উত্তর প্রদেশের প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (DGP) বিক্রম সিং মন্তব্য করেছেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটি প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলোচনার ফল। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে।”

তিনি আরও বলেন, “রানা লস্কর-ই-তইবা (LeT)-এর সঙ্গে জড়িত। তাই তার জিজ্ঞাসাবাদ নতুন সন্ত্রাসবাদী নেটওয়ার্ক উন্মোচনে সহায়ক হবে। একবার ভারতে ফিরে এলে, তাকে NIA, IB এবং মুম্বই পুলিশ-সহ একাধিক সংস্থা জিজ্ঞাসাবাদ করবে। রানার লস্কর-ই-তইবা এবং ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে সম্পর্ক রয়েছে, যিনি এখনও  আমেরিকার কারাগারে বন্দি। তার জিজ্ঞাসাবাদ অনেক গূঢ় তথ্য প্রকাশ করবে, যার মাধ্যমে আরও বড় জঙ্গি নেটওয়ার্কের পর্দা ফাঁস হবে।”

রানার শারীরিক অবস্থা

পূর্ববর্তী এক আবেদনপত্রে রানা দাবি করেছিলেন যে, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, তিনি ভারতে বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তিনি জানিয়েছেন, তার শরীরে ৩.৫ সেন্টিমিটার আবরো অর্টিক অ্যানিওরিজম রয়েছে, যা যে কোনো সময় ফেটে যেতে পারে, এছাড়া পার্কিনসন রোগ এবং মূত্রথলির ক্যান্সারেরও আশঙ্কা রয়েছে।

লস্কর-ই-তইবা এবং ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে সম্পর্ক Tahawwur Rana extradition to India

তাহাউর রানা, পাকিস্তানি-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ সহযোগী, যিনি ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রান্তকারী ছিলেন। রানার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি লস্কর-ই-তইবা (LeT) এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর সঙ্গে যোগসাজশে হামলার পরিকল্পনা করেছিলেন। এই সম্পর্ক ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

National: Tahawwur Rana, mastermind of the 26/11 Mumbai attacks, set to arrive in India. Extradition follows US Supreme Court’s rejection of his appeal. NIA to interrogate Rana amid tight security in Tihar or Arthur Road Jail. Updates on Ajit Doval-led operation and timeline.