মালিয়ার সুইস ব্যাংকের তথ্য নজর ভারতের

বার্ন: বিজয় মালিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে আরও একধাপ এগোল ভারত। সুইস ব্যাংকে মালিয়ার যে অ্যাকাউন্টগুলি রয়েছে, সেগুলির বিষয়ে যাবতীয় তথ্য ভারত সরকারের হাতে তুলে দিতে সম্মত হয়েছে সুইস সরকার। এর ফলে সুইস ব্যাংকে মালিয়া যে বিপুল পরিমাণ অর্থ জমা রেখেছেন, সেগুলির খোঁজ মিলতে পারে। কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ২০১৮ সালে জেনিভার ক্যানটনের পাবলিক

d3cc0a69d4b353209307507c008df220

মালিয়ার সুইস ব্যাংকের তথ্য নজর ভারতের

বার্ন: বিজয় মালিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে আরও একধাপ এগোল ভারত। সুইস ব্যাংকে মালিয়ার যে অ্যাকাউন্টগুলি রয়েছে, সেগুলির বিষয়ে যাবতীয় তথ্য ভারত সরকারের হাতে তুলে দিতে সম্মত হয়েছে সুইস সরকার। এর ফলে সুইস ব্যাংকে মালিয়া যে বিপুল পরিমাণ অর্থ জমা রেখেছেন, সেগুলির খোঁজ মিলতে পারে।

কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ২০১৮ সালে জেনিভার ক্যানটনের পাবলিক প্রসিকিউটর রায় দিয়েছিলেন সুইস ব্যাংকে মালিয়ার নামে থাকা তিনটি অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ভারতের হাতে তুলে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সুইৎজারল্যান্ডের ফেডেরাল কোর্ট যান মালিয়া। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দেন ফেডেরাল কোর্ট। যে অ্যাকাউন্টগুলি নজরে রয়েছে সেগুলির মধ্যে মালিয়ার নিজের নামের পাশাপাশি তাঁর সংস্থা ড্রেটন রিসোর্সেস, ব্ল্যাক ফরেস্ট হোলডিংস এবং হ্যারিসন ফিন্যান্সের নামও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *