নয়াদিল্লি: একদিকে যখন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ঠিক তখনই নয়া বিপদের মুখোমুখি দাঁড়িয়ে দেশের রাজধানী৷ পঙ্গপালের হামলার আশঙ্কায় এবার গভীর সংকটে পড়েছে রাজধানীর প্রশাসন৷ ইতিমধ্যেই দিল্লির কাছে গুরুগ্রামে হানা দিয়েছে পঙ্গপালের ঝাঁক৷ করোনা কালে পঙ্গপালের তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷ পঙ্গপালের হামলায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে প্রভাব পড়েছে উড়ানে৷
জানা গিয়েছে, গরুগ্রামে বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই হানা দিয়েছে পঙ্গপাল৷ আগাম কোনও পূর্বাভাস কিংবা সর্তকতা না থাকায় পঙ্গপালের বিরুদ্ধে সেভাবে কোন অভিযান সরকারিভাবে চালানো হয়নি বলেও অভিযোগ তুলছেন স্থানীয়রা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাসিন্দারা শব্দ তৈরি করে, থালা-বাসন বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করেন৷ কিন্তু তাতেও হামলা রোখা যায়নি৷
পঙ্গপালের দল গুরুগ্রাম হয়ে দিল্লির অভিমুখে ছুটতে পারে বলে আশঙ্কা করছেন পতঙ্গ বিশেষজ্ঞরা৷ যদিও পঙ্গপালের আশঙ্কার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করেছে দিল্লি প্রশাসন৷ পঙ্গপালের হামলা রুখতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই কীটনাশক ছড়ানোর পরিকল্পনা শুরু করেছে দিল্লি প্রশাসন৷ একইসঙ্গে রাজধানীর কৃষকদের পঙ্গপালের হানা থেকে সতর্ক থাকতে নির্দেশ পাঠানো হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাঁঝরা থেকে গুরুগ্রামের দিকে এগিয়ে গিয়েছে পঙ্গপালের জাঁক৷ পঙ্গপালের হানায় জেরে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে রাজধানীবাসীর মনে৷ পঙ্গপাল হানার বিষয়ে ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে৷ বিমান ওঠা নামার ক্ষেত্রে দেখা দিতে পারে সমস্যা৷ দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে পাইলটদের সতর্ক করা হয়েছে৷ পঙ্গপাল হানা বেড়ে গেলে প্রয়োজনে পরিষেবা বন্ধ হতে পারে বলেও বন্দর সূত্রে খবর৷