ত্রিপুরায় সুস্মিতার গাড়িতে হামলা, বিপ্লব দেব একটা ‘নপুংসক’! তোপ সাংসদের

ত্রিপুরায় সুস্মিতার গাড়িতে হামলা, বিপ্লব দেব একটা ‘নপুংসক’! তোপ সাংসদের

আগরতলা: ভোটের আগে উত্তেজনার পারদ চড়ছে ত্রিপুরায়৷ ফের তৃণমূল-বিজেপি সংঘাতে চড়ল উত্তেজনার পারদ৷ শুক্রবার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের গাড়িতে হামলার অভিযোগ ওঠে৷ রীতিমতো ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে৷ তাঁর ব্যাগ ছিনতাই ও মোবাইল ফোন ভাঙচুর করার অভিযোগও তুলেছেন তৃণমূল সাংসদ৷ 

আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত সুস্মিতা, ভাঙচুর গাড়ি! তৃণমূল বলছে, ‘দুয়ারে গুণ্ডারাজ’

এদিনের ঘটনায় বেজায় চটেন সুস্মিতা৷ কড়া ভাষায় আক্রমণ শানান মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে৷ এমনকী তাঁকে নপুংসক বলেও তোপ দাগেন তিনি৷ তৃণমূল সাংসদ বলেন, ‘‘বিপ্লব দেব একটা হিজড়া। ব্যালটে লড়াই করার ক্ষমতা নেই৷ তাই গাড়িতে হামলা করছে।’’ এদিকে এদিনের ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি৷ এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকেই দায়ী করেছে ত্রিপুরা বিজেপি৷ সেই সঙ্গে সুস্মিতা দেবের বক্তব্যের নিন্দাও করেছে৷ 

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় শুরু হয়েছে তৃণমূলের জন সংযোগ কর্মসূচি ‘ত্রিপুরার জন্য তৃণমূল’৷ শুক্রবার সেই কর্মসূচিতে যোগ দেন সুস্মিতা দেব৷ অভিযোগ, আজ এই কর্মসূচি চলার সময় দুপুর দেড়টা নাগাদ আমতলি বাজারের কাছে তাঁর গাড়িতে হামলা চালায় কিছু বিজেপি কর্মী৷ ওই বিজেপি কর্মীরা তাঁর ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলেও অভিযোগ তাঁর৷ সুস্মিতা বলেন, ‘ওরা সবাই বিজেপি কর্মী৷ কারও মুখে মাস্ক ছিল না৷’ এই ঘটনায় আমতলি থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি৷ 

ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইট করে লেখেন, ‘বিপ্লব দেবের নেতৃত্বে বিরোধীদের উপরে আক্রমণের নতুন রেকর্ড৷ যে ভাবে বিজেপি’র গুন্ডারা একজন মহিলা সাংসদকে হেনস্থা করেছে তা লজ্জার৷ এই ঘটনা রাজনৈতিক সন্ত্রাসের শামিল।’ অন্যদিকে, সুস্মিতার নপুংসক মন্তব্যের জবাবে ত্রিপুরা বিজেপি-র মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূলের কাছ থেকে এটাই প্রত্যাশিত। গোটা বাংলা দেখেছে কী ভাবে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে। মানুষের কাছে যা অশালীন, তৃণমূলের কাছে সেটাই সংস্কৃতি।’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *