মালিকের খোঁজে সুশান্তের পোষ্য, চোখে জলে প্রভুর অপেক্ষায় ‘ফাজ’

মালিকের খোঁজে সুশান্তের পোষ্য, চোখে জলে প্রভুর অপেক্ষায় ‘ফাজ’

মুম্বই:  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সারা দেশের মানুষকে নাড়া দিয়ে গিয়েছে৷ এখনও শোকের ছায়ায় নিমজ্জিত তাঁর অগণিত ভক্তকুল৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন তাঁর অনুরাগীরা৷ সকলেই তাঁদের মনের আবেগ-যন্ত্রণা প্রকাশ করছেন নিজেদের মতো করে৷ কিন্তু প্রভুকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে তাঁর পোষ্য সারমেয়টি৷ 

সুশান্তের পোষ্য সারমেয় ‘ফাজ’৷ সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁকেই ক্রমাগত খুঁজে চলেছে সে৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘ফাজ’-এর একাধিক ছবি ও ভিডিও৷ এক সময় প্রভুর সঙ্গে বাড়ির চারপাশে ছুটে বেড়াত ‘ফাজ’৷ সেই সমস্ত জায়গায় ঘুরে ফিরে তার প্রভুকেই খুঁজে চলেছে সে৷ বসে রয়েছে সুশান্তের ছবি আগলে৷  

একাকীত্বের দিনে ‘ফাজ’ই ছিল সুশান্তের সবচেয়ে কাছের সঙ্গী৷ ‘ফাজ’-এর সঙ্গে অনেকটা সময় কাটত তাঁর৷ প্রভুকে না পেয়ে খাওয়া-দাওয়া বন্ধ করেছে ‘ফাজ’৷ সামান্য আওয়াজ হলেই সে ছুটে যাচ্ছে দরজার দিক৷ বুঝি ফিরে এল তাঁর প্রভু৷ কিন্তু দরজা খুলতেই ফের হতাশ হয়ে শুয়ে পড়ছে৷ আবার কখনও ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে সুশান্তের খোঁজে৷ 

Its said Pets are more emotional and loyal then Humans ….. #SushantSinghRajput pet Fudge is deeply in pain yet cannot expess his grief in words bt his actions are speaking his heart pain 😢😔💔 ….. He is missing #SushantSinghRajput …. #RIP #pavitrarishta #kisdeshmeinhaimeradil #chichore #kedarnath #kaipoche #raabta #shuddhdesiromance #pk 💔😔 #gonetoosoon #saasbahuaursazzish #sirfyahanaurkahan #sbsoriginals #television #news #dailysoap #hotnews #sbs #abpnews #aajkitaazakhabar #celebration #dailyupdate #entertainment #news #keepblessing #keeploving #keeploving #keepshining

A post shared by Arti Gupta (@garti21) on Jun 18, 2020 at 7:57am PDT