মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সারা দেশের মানুষকে নাড়া দিয়ে গিয়েছে৷ এখনও শোকের ছায়ায় নিমজ্জিত তাঁর অগণিত ভক্তকুল৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন তাঁর অনুরাগীরা৷ সকলেই তাঁদের মনের আবেগ-যন্ত্রণা প্রকাশ করছেন নিজেদের মতো করে৷ কিন্তু প্রভুকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে তাঁর পোষ্য সারমেয়টি৷
সুশান্তের পোষ্য সারমেয় ‘ফাজ’৷ সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁকেই ক্রমাগত খুঁজে চলেছে সে৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘ফাজ’-এর একাধিক ছবি ও ভিডিও৷ এক সময় প্রভুর সঙ্গে বাড়ির চারপাশে ছুটে বেড়াত ‘ফাজ’৷ সেই সমস্ত জায়গায় ঘুরে ফিরে তার প্রভুকেই খুঁজে চলেছে সে৷ বসে রয়েছে সুশান্তের ছবি আগলে৷
Bro 💔 #SushanthSinghRajput koi aur naaa sahi ye to teri Value aaj bhi janta hai! 😔 pic.twitter.com/gW2vcCSh2T
— Manveer Gurjar (@imanveergurjar) June 17, 2020
একাকীত্বের দিনে ‘ফাজ’ই ছিল সুশান্তের সবচেয়ে কাছের সঙ্গী৷ ‘ফাজ’-এর সঙ্গে অনেকটা সময় কাটত তাঁর৷ প্রভুকে না পেয়ে খাওয়া-দাওয়া বন্ধ করেছে ‘ফাজ’৷ সামান্য আওয়াজ হলেই সে ছুটে যাচ্ছে দরজার দিক৷ বুঝি ফিরে এল তাঁর প্রভু৷ কিন্তু দরজা খুলতেই ফের হতাশ হয়ে শুয়ে পড়ছে৷ আবার কখনও ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে সুশান্তের খোঁজে৷