মুম্বই: সুপ্রিম নির্দেশে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য তদন্তের ভার এখন সিবিআই-এর হাতে৷ এই মামলায় শীর্ষ আদালত সিবিআই-কে সবুজ সংকেত দেওয়ার পরই শুক্রবার চার ফরেন্সিক বিশেষজ্ঞের টিম গঠন করল সিবিআই৷ ইতিমধ্যে প্রকাশ্যে সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট৷ ওই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, গলায় ফাঁসের জেরেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার৷ গলায় ৩৩ সেন্টিমিটার লম্বা ফাঁসের চিহ্ন মিলেছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন- সুশান্তের রাঁধুনিকে দীর্ঘ জেরা, মুম্বই পুলিশের থেকে নথি সংগ্রহ সিবিআই-এর
রিপোর্ট বলা হয়েছে, সুশান্তের ঘাড়ে এবং মস্তিষ্কে কোনও আঘাত বা ফ্র্যাকচার ছিল না৷ তাঁর গলায় যে ফাঁসের চিহ্ন মিলেছে ডান দিকে তা অনেক বেশি গাঁঢ় ছিল৷ তবে ঘাড়ে কোনও চিহ্ন মেলেনি৷ গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে৷ প্রাথমিকভাবে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, সুশান্তকে খুন করা হয়েছে বলে দাবি জানায় তাঁর পরিবার৷ এই ঘটনায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় তোলেন তাঁর বাবা কেকে সিং৷ সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দানা বাঁধতে শুরু করে একাধিক রহস্য৷ এবার ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে সেই রহস্যেরই সমাধান করবে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এর চার সদস্যের ফরেন্সিক দল৷
আরও পড়ুন- ইন্টারনেটের গতি বাড়াতে মতামত চাইল ট্রাই, মিলবে সুফল?
জানা গিয়েছে, এই টিমের নেতৃত্বে থাকবেন চিকিৎসক সুধীর গুপ্ত। তিনি এইমসের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। দু’একদিনের মধ্যেই এই টিমের হাতে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেবে সিবিআই। ফরেন্সিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চার সদস্যের এই টিম অভিনেতার ময়নাতদন্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখবে। কী কী ঘটে থাকতে পারে, সম্ভাব্য সবরকম দৃষ্টিকোণ থেকে তা খতিয়ে দেখা হবে। তবে সুশান্তকে খুন করা হয়েছে কিনা, সেই দৃষ্টিকোণকেই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলেও উল্লেখ করেন তিনি৷ প্রসঙ্গত, ফরেনসিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত এর আগেও বহু হাইপ্রোফাইল মামলায় যুক্ত ছিলেন। সেগুলির মধ্যে অন্যতম সুনন্দা পুস্কর ও শিনা বোরা মামলা।