আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত, শোকাহত মোদি-মমতা

আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত, শোকাহত মোদি-মমতা

নয়াদিল্লি: মানসিক অবসাদে আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত৷ বলিউডে তরুণ অভিনেতার আত্মহত্যার ঘটনায় এবার গভীর শোকপ্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

অভিনেতার মৃত্যুর খবর পেয়ে টুইটে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লেখেন, ‘‘এক উজ্জ্বল তরুণ অভিনেতা৷ খুব তাড়াতাড়ি চলে গেলেন৷ বিশ্ব বিনোদনে তাঁর উত্থান অনেককে অনুপ্রেরণা দিয়েছে৷ স্মরণীয় তাঁর সমস্ত কীর্তি৷ তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷’’

গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেলে মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘‘অত্যন্ত প্রতিভাবান৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দুর্ভাগ্যজনক৷ এই সংবাদ শুনে সত্যই হতবাক ও দুঃখ পেয়েছি৷ তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং যাঁরা তাঁর কাজের প্রশংসা করেছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা৷’’

তরুণ অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত৷ টুইটারে একের পর এক প্রতিক্রিয়া দিয়েছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারকারা৷ অভিনেতা অনুপম খের জানিয়েছেন, ‘‘প্রিয় সুশান্ত, কেন এমনটা করলে? কেন?’’ অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, ‘‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আমি হতবাক৷ ছিছোড়েতে ওঁর অভিনয় মুগ্ধ হয়ে দেখেছিলাম৷ পরিচালককে বলেছিলাম, সুশান্তের সঙ্গে আমিও যদি এই সিনেমায় অভিনয় করতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো৷ সত্যিই ও খুব প্রতিভাবান অভিনেতা৷ ভগবান, ওঁর পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দিক৷’’ অজয় দেবগন টুইটে লিখেছেন, ‘‘সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা খুবই দুঃখজনক৷ অপূরণীয় ক্ষতি হয়ে গেল৷ ওঁর আত্মার শান্তি কামনা করি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 7 =