#Surgicalstike2: মঙ্গলবার ভোর রাতে ঠিক কী ঘটেছিল বালাকোটে? জানালেন বাসিন্দারা

বালাকোট: ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চাঞ্চকর দাবি করলেন প্রত্যক্ষদর্শীরা৷ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটের বাসিন্দারা জানালেন মঙ্গলবার ভোররাতের অভিজ্ঞতার কথা৷ দেখুন ভিডিও বালাকোটের পাহাড়ি এলাকায় জাব গ্রামের এক বাসিন্দা মহম্মদ আদিল সংবাদমাধ্যমে জানান, এত জোরে বিস্ফোরণ ঘটে, যে কিছু ছোট ছোট টুকরো গ্রামেও ছিটকে এসেছে৷ প্রচণ্ড শব্দে খুব ভয় পেয়ে যায় সকলে৷

#Surgicalstike2: মঙ্গলবার ভোর রাতে ঠিক কী ঘটেছিল বালাকোটে? জানালেন বাসিন্দারা

বালাকোট: ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চাঞ্চকর দাবি করলেন প্রত্যক্ষদর্শীরা৷ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটের বাসিন্দারা জানালেন মঙ্গলবার ভোররাতের অভিজ্ঞতার কথা৷  দেখুন ভিডিও

বালাকোটের পাহাড়ি এলাকায় জাব গ্রামের এক বাসিন্দা মহম্মদ আদিল সংবাদমাধ্যমে জানান, এত জোরে বিস্ফোরণ ঘটে, যে কিছু ছোট ছোট টুকরো গ্রামেও ছিটকে এসেছে৷ প্রচণ্ড শব্দে খুব ভয় পেয়ে যায় সকলে৷ এদিনের অভিজ্ঞতার কথা জানিয়ে মহম্মদ আদিল বলেন, ‘‘ভোর তিনটে বাজে তখন। হঠাৎ খুব জোর শব্দ। পাঁচ-দশ মিনিটের ফারাকে আরও কয়েকটা। পরপর পাঁচটা হবে। কেঁপে কেঁপে উঠছিলাম আমরা। মনে হচ্ছিল যেন ঘরের ভেতরে বাজি ফাটাচ্ছে কেউ! যেন আগুনের গোলা ছুটে আসছে গ্রামের দিকে!” সকালের আলো ফোটার পরে আদিলরা গিয়েছিলেন বিস্ফোরণস্থলে। তিনি জানালেন, প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে, গুঁড়িয়ে মাটিতে মিশে গিয়েছে অনেক বাড়ি।

বালাকোটের আর এক বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ওয়াজিদ শাহ-ও বলেন, বিস্ফোরণের শব্দে মাটি কেঁপে ওঠে ভোর রাতে। যেন আগুনের গোলা ছুটে আসছিল গ্রামে। মনে হচ্ছিল, কেউ রাইফেল থেকে গুলি চালাচ্ছিল পরপর। তিন বার খুব জোরে শব্দ শুনেছি আমি। তার পরেই সব শান্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *