শ্রীনগর: পুলওয়ামা হামলার এক বছর কাটতে না কাটতেই ফের পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী৷ পাকিস্তানের মাটিতে মিসাইল হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর৷
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সেনাবাহিনী সম্প্রতি কুপওয়ারা সেক্টরের বিপরীতে পাকি সেনা ক্যাম্পের আদূরে থাকা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকবার অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ও আর্টিলারি শেল ব্যবহার করেছে৷ লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে জঙ্গি অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় সেনার এই জবাবে বলে জানানো হয়েছে৷ ইতিমধ্যেই মিসাইল হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে৷ ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷
#WATCH Indian Army Sources: Army troops recently used anti-tank guided missiles & artillery shells to target Pakistan Army positions opposite the Kupwara sector. This was in response to frequent ceasefire violations by Pakistan to push infiltrators into Indian territory in J&K. pic.twitter.com/oHuglG0iQL
— ANI (@ANI) March 5, 2020
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ কনভয়ে ত্মঘাতী জইশ জঙ্গি হামলায় ৪২ জন জওয়ান প্রাণ হারান৷