মুম্বই: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই নাইট ক্লাবে হুল্লোড়। বিধি ভঙ্গের কারণে গ্রেফতার হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না সহ বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুসান খান। তবে শুধু এই দুজন নয়, পুলিশের গ্রেফতারির তালিকা আরো লম্বা। মুম্বইয়ের এই নাইট ক্লাব থেকে গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় গায়ক গুরু রন্ধাওয়া সহ আরো বেশ কয়েকজন তারকাকে। পরে অবশ্য জামিন পেয়ে যান তাঁরা।
মুম্বই পুলিশ সূত্রে খবর, করোনাভাইরাস নিয়মবিধি ভেঙে ওই নাইট ক্লাবে জড়ো হওয়ার জন্য মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বই বিমানবন্দরের কাছে ড্রাগনফ্লাই নামে একটি ক্লাবের হঠাৎ অভিযান চালায় মুম্বই পুলিশ। সেই আচমকা অভিযানের পর এই গ্রেফতার করা হয় এইসব তারকাদের। তারকাদের ছাড়াও ওই নাইট ক্লাবের সাত জন স্টাফকেও আটক করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি নির্দেশ না মানার অভিযোগ আনা হয়েছে একইসঙ্গে করোনাভাইরাস নিয়মবিধি না মানার অভিযোগও করেছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার থেকেই মহারাষ্ট্র সরকার সব পুর এলাকায় নাইট কার্ফু জারি করেছে। এদিকে নতুন প্রজাতির করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর আরও বেশি করে সর্তকতা অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে। তারমধ্যে নাইট ক্লাবে নিয়ম ভঙ্গ একেবারেই বরদাস্ত করছে না প্রশাসন।
আনলক করবো শুরু হয়ে যাওয়ায় দেশের একাধিক জায়গায় করোনাভাইরাস নিয়মবিধি মানা হচ্ছে না। সেই প্রেক্ষিতেই একাধিক সময়ে আকস্মিক অভিযান চালিয়ে এলাকা এবং বিভিন্ন রেস্তোরাঁ অথবা নাইট ক্লাব পরিদর্শন করেছে পুলিশ, প্রশাসন। এদিকে নতুন প্রজাতির করোনাভাইরাস উপসর্গ নিয়ে ইতিমধ্যেই দিল্লি এবং কলকাতায় হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক জন লন্ডন ফেরত যাত্রী। সেই নিয়ে এখন উদ্বেগের শেষ নেই দেশজুড়ে। তারমধ্যে নাইট ক্লাবে এইভাবে করোনাভাইরাস নিয়মবিধি না মানার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে সব জায়গায়।