বাংলা ভাষায় সুপ্রিম গুরুত্ব, শীর্ষ আদালতের রায় এবার বাংলায়

নয়াদিল্লি: এবার থেকে বাংলা ভাষায় প্রকাশিত হবে সুপ্রিম কোর্টের রায়৷ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের প্রতিলিপি ইতিমধ্যেই বাংলায় ভাষায় প্রকাশ হতে শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও মামলার রায়ে বাংলা ভাষায় তা প্রকাশ করা হয়নি৷ অসম ও ত্রিপুরার কয়েকটি পুরনো মামলার রায় আপলোড করা হয়েছে৷ তবে, নতুন কোনও মামলার রায়ের কপি এখনও প্রকাশ না হলেও

b9bb47b1bb06b58b7ff7eb2c7a984580

বাংলা ভাষায় সুপ্রিম গুরুত্ব, শীর্ষ আদালতের রায় এবার বাংলায়

নয়াদিল্লি: এবার থেকে বাংলা ভাষায় প্রকাশিত হবে সুপ্রিম কোর্টের রায়৷ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের প্রতিলিপি ইতিমধ্যেই বাংলায় ভাষায় প্রকাশ হতে শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও মামলার রায়ে বাংলা ভাষায় তা প্রকাশ করা হয়নি৷ অসম ও ত্রিপুরার কয়েকটি পুরনো মামলার রায় আপলোড করা হয়েছে৷  তবে, নতুন কোনও মামলার রায়ের কপি এখনও প্রকাশ না হলেও ধাপে ধাপে তা করা হবে৷

গত ৩ জুলাই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দেশের ছ’টি আঞ্চলিক ভাষাতেও এবার থেকে শীর্ষ আদালতের রায় প্রকাশ করা হবে৷ যদিও তার মধ্যে বাংলা ছিল না৷ ইংরেজিতে যেভাবে রায় প্রকাশ হয়, ঠিক তেমনই অহমিয়া, হিন্দি, কন্নড়, মারাঠি, ওড়িয়া ও তেলুগু ভাষাতেও মিলবে৷ সুপ্রিম সিদ্ধান্তের পর বাংলাতেও রায় প্রকাশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্টারকে চিঠি দেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ সুপ্রিম কোর্ট শেষমেশ বাংলা ভাষাতেও রায় দেওয়া শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *