supreme court
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি প্রয়াত। বৃহস্পতিবার কেরলের কোল্লামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দেশের মহিলাদের কাছে তিনি যে কত বড় আইকন তা অল্প ভাষায় বলা সম্ভব নয়। অনেক মহিলাই তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছেন; শুধু আইনের ক্ষেত্রে কাজ করার জন্য নয়, সার্বিকভাবেও।
ফতিয়া বিবির ইতিহাস শুধু যে সুপ্রিম কোর্টকে কেন্দ্র করে এমনটা নয়। কেরলে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ফতিমা বিবি। ১৯৭৪ সালে জেলা ও দায়রা আদালতের বিচারক হিসেবে যোগদান করেছিলেন তিনি। এরপর ১৯৮০ সালে আয়কর আপিল ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর তিন বছর কেটে যায় তাঁর। তারপর কেরল হাইকোর্টের বিচারক হিসেবে উন্নীত হন। শেষে ১৯৮৯ সালে নতুন ইতিহাস তৈরি করে সুপ্রিম কোর্টে যোগ দিয়েছিলেন তিনি।
দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হয়ে কাজ করে অবসর নেওয়ার পর ফতিমা বিবি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যও হয়েছিলেন। এছাড়া তাঁকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও নিয়োগ করা হয়েছিল। তবে সেই পদে তিনি বেশি দিন থাকেননি।