নয়াদিল্লি: কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাধ্যতামূলক আগেই করেছিল ইউজিসি৷ সেই নিয়ে চলেছিল মামলা৷ করোনা আবহে কীভাবে পড়ুয়ারা পরীক্ষা দেবেন, তা নিয়ে শুরু হয়েছিল বিভ্রান্তি৷ এবার সমস্ত পড়ুয়াদের বিভ্রান্তি দূর করে এবার রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত৷ তবে, পরীক্ষা বাতিল না হলেও রাজ্যের উপর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছেড়েছে শীর্ষ আদালত৷
আজ সুপ্রিম কোর্টে ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা মামলার শুনানি৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর আজ সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইউজিসি যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট৷ কলেজ ও বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে৷ ইউজিসির সিদ্ধান্ত বহাল রেখে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ কোনও পড়ুয়াকেই পরীক্ষা ছাড়া উত্তির্ণ করানো যাবে না বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷ পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল৷ সেই মামলা খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত আজ এই রায় দিয়েছে৷ ফলে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হচ্ছেই৷ আজ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যগুলি বিপর্যয় মোকাবিলা আইনে পরীক্ষা স্থগিত করতে পারে৷ পরীক্ষার দিন চূড়ান্ত করে রাজ্যগুলি বিশ্ববিদ্যালের মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করতে পরে৷ কিন্তু, পরীক্ষা বাতিল না হলেও রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য ইউজিসির সঙ্গে আলোচনা করতে পারে৷
Supreme Court says students cannot be promoted without University final year exams. https://t.co/Ko55nKaczS
— ANI (@ANI) August 28, 2020
শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল পরীক্ষা নিতেই হবে৷ তবে, পরীক্ষা পিছিয়ে দিতে চাইলে, রাজ্য ইউজিসির সঙ্গে আলোচনা করতে পারে৷ ইউজিসি নির্দেশিকাকে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, পরীক্ষা নিতেই হবে৷ পরীক্ষা ছাড়া ডিগ্রি দেওয়া যাবে না৷ যদিও, করোনা আবহে রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তি জানালেও সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কোনও ভাবেই বাতিল যাচ্ছে না৷
ফলে আপত্তি থাকলেও, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর নেওয়ার রাজ্য সরকারের নির্দেশিকা জারি হলেও পরীক্ষা নেওয়ায় কোনও বাধা থাকছে না৷ ফলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কিংবা সেই সময়সীমা পিছিয়ে দিতে ইউজিসির সঙ্গে কথা বলতে পারে রাজ্য৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ থাকলেও সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে৷ যদিও আগেই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, কোনও ভাবেই ইউজিসি নির্দেশিকা লঙ্ঘন করতে পারেনা রাজ্য৷ আজ ইউজিসির সিদ্ধান্তকেই সুপ্রিম কোর্ট বহাল রাখার ঘটনায় সমস্ত জল্পনায় ইতি টানা গেল বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷