খোরপোশ চাইতে পারবেন বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলারাও, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে এবার মুসলিম মহিলারাও স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারবেন৷  বুধবার একটি মামলায় উল্লেখযোগ্য রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগারত্ন ও…

Supreme Court Bail Observation Supreme Court ruling on shop signboards Supreme Court rejects shop signboard rule

নয়াদিল্লি: বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে এবার মুসলিম মহিলারাও স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারবেন৷  বুধবার একটি মামলায় উল্লেখযোগ্য রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এই রায় ঘোষণা করে৷ এদিনের রায়কে ‘ঐতিহাসিক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই মামলায় জমা পড়া পিটিশনও এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

 

জানা গিয়েছে, এক মুসলিম ব্যক্তি বিচ্ছেদে পর স্ত্রীকে খোরপোশ দবেন না বলে বেকে বসেন। পারিবারিক আদালতে মামলা উঠলে, বিচরক জানান, তাঁকে মাসিক খোরপোশদিতে হবে৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে তেলেঙ্গানা হাই কোর্টে যান ওই ব্যক্তি। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখলে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেন। কিন্তু শীর্ষ আদালতও সেই পিটিশন খারিজ করে দিল৷

সুপ্রিম কোর্ট তার রায়ে জানায়, মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদে অধিকার সংরক্ষণ) আইন, ১৯৮৬ সেকুলার আইনের উর্ধ্বে নয়। জাতি-ধর্ম নির্বিশেষে যে কোনও বিবাহিত মহিলাই খোরপোশের দাবি করতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *