সুপ্রিম কোর্টেও ধাক্কা সায়গলের, দিল্লি নিয়ে যেতে বাধামুক্ত ইডি

সুপ্রিম কোর্টেও ধাক্কা সায়গলের, দিল্লি নিয়ে যেতে বাধামুক্ত ইডি

নয়াদিল্লি: গরু পাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল দিল্লি হাইকোর্টে। এবার সুপ্রিম কোর্টও তার আবেদন খারিজ করে দিল। ফলে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আর কোনও রকম বাধা নেই। সায়গল এই মুহূর্তে রয়েছে আসানসোল জেলা সংশোধনাগারে। সেখান থেকে ইডি দিল্লি নিয়ে যাবে তাকে।

আরও পড়ুন- অনুরোধের পর হুঁশিয়ারি, অবশেষে মধ্য রাতে টেট-উত্তীর্ণদের তুলে দিল পুলিশ

অনেক আগেই গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি। দিল্লির রাউস এভিনিউ আদালত তাতে সম্মতি দিয়েছিল। কিন্তু সায়গল হোসেন আবেদন করে সুপ্রিম কোর্ট। আগেই ক্যাভিয়েট দাখিল করে সে। কিন্তু দেশের শীর্ষ আদালত থেকেও স্বস্তি মিলল না তার। দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিল না আদালত। সায়গলের সেই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। এতএব মান্যতা পেল দিল্লি হাইকোর্টের রায়।

সায়গলের মামলায় ইডিকে কিছু শর্ত এবং সময়সীমা বেঁধে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্টভাবেই জানিয়েছে, জানিয়েছে, এই মামলার স্বার্থে সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, হেফাজতে রেখে জেরা করতে পারবে। কিন্তু আপাতত এক সপ্তাহের জন্য সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে তারা। একই সঙ্গে জানান হয়েছে, সায়গলের আইনজীবীরা দিনে দু’ঘণ্টা কথা বলতে পারবেন তার সঙ্গে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *