নির্বাচনী বন্ডে সত্যই দুর্নীতি? তদন্তে সিট গঠনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

কলকাতা: নির্বাচনী বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মমলা হয়েছিল সুপ্রিম কোর্টে৷ নির্বাচনী বন্ড অনুদান দিয়ে বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দলগুলির মধ্যে কোনও বোঝাপড়া হয়েছিল কি? উত্তর…

Supreme Court’s YouTube channel hacked

কলকাতা: নির্বাচনী বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মমলা হয়েছিল সুপ্রিম কোর্টে৷ নির্বাচনী বন্ড অনুদান দিয়ে বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দলগুলির মধ্যে কোনও বোঝাপড়া হয়েছিল কি? উত্তর পেতে আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তের আর্জি জানিয়েছিল দুই স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সাফ জানায়, ‘‘বর্তমান পরিস্থিতিতে ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই বিষয়ে হস্তক্ষেপ করা সম্ভব নয়।’’

 

গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করে তা খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে বন্ড কেনাবেচা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও নির্বাচন কমিশনকে নির্দেশও দেওয়া হয়। ওই রায়ে নির্বাচনী বন্ড ব্যবস্থাকে ‘কুইড প্রো কুয়ো’ বলে মন্তব্য করেছিল শীর্ষ আদালত। যার অর্থ হল, কোনও কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া। প্রসঙ্গত, নির্বাচনী বন্ড প্রকল্পের মাধ্যমে বেনামে রাজনৈতিক দলগুলিকে আর্থিক অনুদান দেওয়া যেত। ব্যক্তিগতভাবে হোক কিংবা কর্পোরেট সংস্থা, দু’ভাবেই এই বন্ড কেনা যেত।