BREAKING: পরীক্ষা মামলায় বড় ধাক্কা, বাংলা-সহ ৬ রাজ্যের আবেদন খারিজ!

BREAKING: পরীক্ষা মামলায় বড় ধাক্কা, বাংলা-সহ ৬ রাজ্যের আবেদন খারিজ!

23c6a7772d0105a11fbcacd1ffe005b9

নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স ও নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) নিয়ে সাম্প্রতিক সময়ে চলছে ব্যাপক টানাপোড়েন৷ অতিমারি এবং লকডাউনের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে বাংলা-৬ রাজ্যের রিভিউ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে৷ কিন্তু, পিটিশনে ‘মেরিট’ না থাকায় দেশের শীর্ষ আদালতে খারিজ ৬ রাজ্যের আর্জি৷ গোটা মামলায় আর আদালত হস্তক্ষেপ করবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ ১৭ আগস্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট৷

জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা সংক্রান্ত আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য৷ ওই ৬ রাজ্যের আর্জিতে কোন হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট৷ বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারি বেঞ্চ আজ জানিয়ে দিয়েছে, আবেদনের কোন ‘উপজীব্য’ নেই৷  জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, রাজস্থান, ছত্রিশগড় ও মহারাষ্ট্র৷

তাদের যুক্তি ছিল, করোনা ও লকডাউনের আবহে লক্ষাধিক পরীক্ষার্থীকে এই মুহূর্তে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়৷ তাতে সংক্রমণের ঝুঁকি রয়েছে৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিমকোর্টে পুনর্বিবেচনার আর্জি আজ কার্যত খারিজ করেছে দিয়েছে৷ ফলে, ৬ রাজ্যের আবেদন  ‘উপজীব্য’ না হওয়ায় জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা চলবেই বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ যদিও জয়েন্ট এন্ট্রান্সের প্রথম পরীক্ষা হয়ে গিয়েছে৷ নিটের পরীক্ষা এখনও হয়নি৷ আদালতের তরফে জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা সংক্রান্ত গত ১৭ আগস্ট যে রায় ঘোষণা হয়েছে, সেই নির্দেশ বহাল থাকবে৷

গত শুক্রবার ৬ রাজ্যের মন্ত্রী জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা সংক্রান্ত সুপ্রিমকোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করেন৷ সেখানে জানানো হয়, করোনা আবহে জয়েন্ট এন্ট্রান্স ও নিট ব্যবস্থা করলে ২৫ লক্ষ পরীক্ষার্থীর স্বাস্থ্য সমস্যার মুখে পড়তে পারে৷ ফলে, আদালত গত ১৭ আগস্ট জয়েন্ট এন্ট্রান্স ও নিট নিয়ে যে রায় ঘোষণা করেছে, তা পুনর্বিবেচনা করা হোক৷ জয়েন্ট এন্ট্রান্স ও নিট পিছিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে কংগ্রেসের সভানেত্রী সহ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দেওয়া মামলার প্রস্তাবে সহমত জানিয়ে রাজ্যের তরফে রিভিউ পিটিশন দাখিল করার হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস থেকেও জয়েন্ট এন্ট্রান্স ও নিট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন মমতা৷ কিন্তু, রাজনীতির ময়দানে বিদ্রোহ, মামলা আর কিছুই কার্যত আর টিকল না৷

ইতিমধ্যেই ১ ও ৯ সেপ্টেম্বর জয়েন্টের পরীক্ষা হয়ে গিয়েছে৷ গত বছরগুলির থেকে এবার অনুপস্থিতির সংখ্যা সব থেকে বেশি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, রাজ্যের ৭৫ সতাংশ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে পারেননি৷ যোগাযোগ ব্যবস্থা এখনও সচল না হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে৷ বাধ্য হয়ে পড়ুয়ারা মোটা টাকায় গাড়ি ভাড়া করে ছুটছেন পরীক্ষাকেন্দ্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *