ফের বড়সড় ধাক্কা খেলেন কেন্দ্রের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ সুপ্রিম কোর্টে আগাম জামিনের মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে গেলেও কাটেনি চিদাম্বরমের বিড়ম্বনা৷ মামলার আবেদনে ত্রুটি থাকায় পিছিয়ে গেল আগাম জামিন মামলার শুনানি৷
জরুরি ভিত্তিতে মামলার শুনানির পক্ষে সওয়াল করা হলেও আদালতের তরফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী শুক্রবার সুপ্রিম কোর্ট আগাম জামিন মামলার শুনানি করবে আদালত৷ আজ শুনানি না হওয়ায় চিদম্বরমের উপর ঝুলেতে থাকা গ্রেপ্তারির খাঁড়া ফের ঝুলেই রইল বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷
আজ সকালেই সুপ্রিম কোর্টেও ধাক্কা খান কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বারাম৷ আগাম জামিন মামলা যায় প্রধান বিচারপতির এজলাসে৷ সুপ্রিম কোর্টের বিচারপতির রামান্না চিদাম্বারাম মালটি প্রধান বিচারপতির এজলাসে পাঠান৷ এর পরই প্রধান বিচারপতির এজলাসে জরুরি শুনানির আর্জি জানানো হয়৷ কিন্তু, আবেদনে ত্রুটি থাকায় ফের পিছিয়ে যায় মামলা৷ মামলা পিছিয়ে যাওয়ায় হওয়ায় অস্বস্তি বেড়েছে চিদাম্বারামের৷
কোথায় আছেন চিদাম্বারাম? কেন তাঁর ফোন পাওয়া যাচ্ছে না? এই প্রশ্ন তুলে এবার চিদাম্বরমের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি৷ দেশ ছাড়তে পারবেন না চিদাম্বারাম, ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আজ সুপ্রিম কোর্টের চিদাম্বারাম জামিন মামলার শুনানিতে দুঁধে আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা জানান, চিদাম্বারাম কোথায় যাবেন না৷ চিদাম্বারাম দেশেই আছেন৷ এদিন চিদাম্বারামে জামিন চেয়ে আর্জি জানানো হলেও তা ফিরিয়ে দেওয়া হয়৷
তৃতীয়বারের জন্য প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বাড়িতে হত্যে দিল সিবিআই৷ দিল্লি হাইকোর্টে আইএনএক্স মিডিয়ার বিদেশি লগ্নি দুর্নীতি মামলায় আগাম জামিনের আর্জি খারিজ হতেই মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় চিদম্বরমের বাড়িতে হাজির হন ৬-৭ জনের সিবিআইয়ের একটি প্রতিনিধিদল৷
প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়িতে গিয়ে অপেক্ষা করেন তাঁরা৷ কিন্তু জানা গিয়েছে, এখনও পর্যন্ত চিদাম্বরমের কোনও খোঁজ পাওয়া যায়নি চিদাম্বারামের৷ তাঁর খোঁজে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই৷ সম্ভবত আজই তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা৷
বুধবারই দিল্লি হাইকোর্টে চিদাম্বারামের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায়৷ আজ এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে৷ আজ আগাম জামিনের পিটিশন দাখিল করলেও তা প্রধান বিচারপতির এজলাসে মামলা পাঠানো হয়৷ অভিযোগ, আইএনএক্স মিডিয়া দুর্নীতির পাশাপাশি আরও সাড়ে তিন হাজার কোটি টাকার বিনিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে চিদাম্বরমের বিরুদ্ধে৷
ইতিমধ্যেই চিদম্বরমের পাশে দাঁড়িয়ে টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ তিনি জানিয়েছেন, নির্লজ্জের মত চিদাম্বারাম খোঁজা হচ্ছে৷ ঘটনা যাই হোক না কেন সত্যিটা প্রকাশ্যে আসবেই৷ ন্যায়বিচার পাবেন চিদাম্বারাম৷