নয়াদিল্লি: অযোধ্যা বিবাদের মধ্যস্থতা করার জন্য তিনজনের কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। কমিটিতে থাকছেন বিচারপতি এফ এম আই কালফুল্লাহ, শ্রী শ্রী রবিশঙ্কর এবং প্রবীণ আইনজীবী শ্রীরাম পঞ্চু। তাঁরা বহুদিন ধরে চলে আসা এই বিবাদের একটা স্থায়ী সমাধানের চেষ্টা করবেন।
উত্তরপ্রদেশের ফৈজাবাদে হবে মধ্যস্থতার কাজ। গত বুধবার সুপ্রিম কোর্ট তাদের রায় স্থগিত রেখেছিল। মুসলিম আবেদনকারীরা মধ্যস্থতাকারী নিয়োগের পক্ষে থাকলেওআপত্তি তুলেছিলেন হিন্দুরা। এর আগে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোকভূষণ এবং বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ আবেদনকারীদের কাছ থেকে মধ্যস্থতাকারীদের নাম চেয়েছিলেন। ২৯ জানুয়ারি কেন্দ্র অযোধ্যার অবিবাদিত ৬৭ একর জমি তার মালিকদের কাছে ফেরত চেয়ে শীর্ষ আদালতে গিয়েছিল।