BREAKING: সুশান্ত মৃত্যু মামলায় CBI তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

BREAKING: সুশান্ত মৃত্যু মামলায় CBI তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: অবশেষে সুশান্ত মৃত্যু রহস্যের পর্দা ফাঁস করতে অনুষ্ঠানিক ভাবে মাঠে নামার ছাড়পত্র পেল সিবিআই৷ সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷

আজ মামলার শুনানিতে রিয়া চক্রবর্তী আবেদন খারিজ করা হযেছে৷ বিহার পুলিশ এফআইআর বৈধ বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷ বিহার সর্কার সিবিআই তদন্তের সুপাকিশ বৈধ্য বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ মামলার তদন্তভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে৷

সুশান্ত সিং রাজপুতের বাবার দায়ের করা এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার অধিকার রয়েছে বিহার সরকারের৷ জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়েছে, এই ঘটনায় মুম্বই পুলিশের হাতে এখনও পর্যন্ত যা নথি এসেছে সেগুলি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে৷সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, শুধুমাত্র পটনা পুলিশের এফআইআরই নয়, সুশান্ত সিং রাজপুত সম্পর্কিত যত এফআইআর দায়ের হয়েছে, সবগুলির তদন্ত করবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা৷সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মুম্বই পুলিশ হঠাৎ মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে, ফলে তদন্ত সীমিত পরিসর হয়েছে ৷ সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, পটনায় দায়ের করা এফআইআর সঠিক৷

মুম্বই পুলিশের উপর আস্থা রেখে রিয়া চক্রবর্তী আইনজীবীর তরফে জানানো হয়েছে, এই মামলার তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাক মুম্বই পুলিশ৷ আর সেই কারণে, দিল্লি থেকে মামলা যাক মুম্বইয়ে৷ তবে, তদন্তের স্বার্থে সিবিআই তদন্তের প্রয়োজন হলে, তাঁদের কোনও আপত্তি নেই বলে জানানো হয়েছিল৷ কিন্তু বিহার পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে রিয়ার আইনজীবীর তরফেও তোলা হয়েছিল এক্তিয়ার নিয়ে প্রশ্ন৷ কিন্তু সেই সমস্ত প্রশ্ন উড়িয়ে আজ দেশের শীর্ষ আদালতের জানিয়ে দিয়ে, সুশান্ত মৃত্যুর তদন্ত করবে সিবিআই৷  এক্ষেত্রে বিহার পুলিশের এফআইআর বৈধ৷

আজ রায় এই রায় ঘোষণার ফলে গোটা তদন্ত প্রক্রিয়ার ভার মুম্বই পুলিশের হাত থেকে চলে যাচ্ছে সিবিআইয়ের হাতে৷ এক্ষেত্রে মামালয় গুরুত্ব বাড়ছে পাটনা পুলিশের উপর৷ তবে তদন্তের প্রয়োজনে দুই রাজ্যের পুলিশকে সিবিআইকে  সহযোগিতা করতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত৷ সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার পর বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তিনি ভীষণ খুশী৷ এই রায় গোটা দেশবাসীর জয় বলেও মন্তব্য করেছেন গুপ্তেশ্বর পাণ্ডে৷

সুশান্ত মামলা তদন্ত করবে কে? মুম্বই পুলিশ নাকি বিহার পুলিশ? এই নিয়ে দীর্ঘদিন ধরে চলছে তুমুল বিতর্ক৷ ২ রাজ্যের পুলিশের সংঘাত এসে গেছিল প্রকাশ্যে৷ সুশান্ত মৃত্যু মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পক্ষে একাধিক বিজেপি সংসদ সওয়াল করেছিলেন৷ নেটিজেনরাও তুলেছিলেন একই দাবি৷ এবার মুম্বই পুলিশের গুরুত্ব লঘু করে সিবিআইয়ের হাতে উঠে গেল মামলার তদন্তভার৷ সঙ্গে ওই মামলায় বাড়ল বিহার পুলিশের গুরুত্ব৷ ইতিমধ্যেই ইডিও তদন্ত করছে৷ এবার সিবিআই ও ইডি, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে৷ এই রায়কে সত্যের জয় বলে টুইট করেছেন অঙ্কিতা লোখান্দে৷ সুশান্ত সিং রাজপুতের বাবা বিকাশ সিং বলেন, ‘‘এই রায় সুশান্ত সিং রাজপুতের পরিবারের জয়৷ সুপ্রিম কোর্ট সব দিক থেকেই আমাদের পক্ষে রায় দিয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =