কোভিডে মৃতদের ক্ষতিপূরণে অনুমোদন সুপ্রিম কোর্টের, কড়া নির্দেশ

কোভিডে মৃতদের ক্ষতিপূরণে অনুমোদন সুপ্রিম কোর্টের, কড়া নির্দেশ

নয়াদিল্লি: করোনায় আক্রান্ত হলে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার এই কেন্দ্রের ক্ষতিপূরণের ঘোষণায় অনুমোদন দিল সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রশাসনকে দ্রুত গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কড়া নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ব্যাপারে কোনও রকম গড়িমসি করা যাবে না।

কেন্দ্রীয় সরকার আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, কোভিডে প্রত্যেক মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা খরচ করতে হবে। শীর্ষ আদালতে করোনা সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এমনটা জানিয়েছিল তারা। কেন্দ্রের বক্তব্য ছিল, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এতদিনে যতজনের মৃত্যু হয়েছে, এবং আগামী দিনে যাদের মৃত্যু হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ৫০ হাজার টাকা করে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে সেই টাকা দেওয়া হবে। তারা আদালতে এও জানিয়েছিল, জেলা প্রশাসনের মাধ্যমে এই ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি এই জানান হয়েছে, মৃতের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে কোভিড ১৯-এর উল্লেখ থাকতে হবে। এই ইস্যুতে কেন্দ্রের বক্তব্যের প্রেক্ষিতেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি আরও বলেন, পরিবারের কেউ না থাকলে মৃতের উপর নির্ভরশীল ছিলেন এমন কোনও ব্যক্তিকে দিতে হবে ক্ষতিপূরণের টাকা। একই সঙ্গে কোনও রাজ্যে ক্ষতিপূরণ দিতে যেন দেরি না হয় তার প্রেক্ষিতে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও মৃত্যুর সার্টিফিকেটে কারণ নিয়েও যাতে টানাপোড়েন না হয়, সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। 

উল্লেখ্য, কী ভাবে এই ক্ষতিপুরণ মিলবে তা ব্যক্ত করে কেন্দ্র জানিয়েছে, ক্ষতিপূরণের আবেদন করার জন্য রাজ্যের পক্ষ থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম ফিলাপ করে, সংশ্লিষ্ট নথি দিয়ে, তা জমা দিতে হবে নির্দিষ্ট দফতরে। নথিপত্র খতিয়ে দেখবে বিপর্যয় মোকাবিলা দফতর। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৩০ দিনের মধ্যে এই ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত হতে হবে বলেও জানান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *