কোভিড-মৃত্যুর উল্লেখ না থাকলে মিলবে ক্ষতিপূরণ? যা বলল সুপ্রিম কোর্ট

কোভিড-মৃত্যুর উল্লেখ না থাকলে মিলবে ক্ষতিপূরণ? যা বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ডেথ সার্টিফিকেটে যদি কোভিড-মৃত্যুর উল্লেখ না থাকে তাহলে কি মিলবে ক্ষতিপূরণ? এই ইস্যুতে বড় রায় দিল দেশের শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ডেথ সার্টিফিকেটে উল্লেখ থাক বা না থাক, কোভিডে মৃতদের নিকট আত্মীয়কে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যগুলিকে। গতকাল কেন্দ্রের ক্ষতিপূরণের ঘোষণায় অনুমোদন দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ এই ইস্যুতেই নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়া হল। করোনায় আক্রান্ত হলে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। 

শুধু মৃত্যুর কারণ লেখা না থাকা নয়। ডেথ সার্টিফিকেট ছাড়াও বেশি কিছু জিনিস স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ডেথ সার্টিফিকেটে যদি মৃত্যুর কারণ হিসাবে কোভিডের উল্লেখ না থাকে, কিন্তু পরিবারের সদস্যরা তাঁর কোভিড আক্রান্তের প্রমাণ দেন, তাহলে সেটিকে কোভিডে মৃত্যু বলেই ধরতে হবে। এর পাশাপাশি, কোভিডে আক্রান্ত হওয়ার ৩০ দিনের মধ্যে কেউ যদি আত্মহত্যা করে তাহলে সেই মৃত্যুকেও কোভিড মৃত্যু হিসাবে গণ্য করতে হবে। ইতিমধ্যেই গতকাল আদালত কড়া নির্দেশ দিয়ে জানিয়েছিল, পরিবারের কেউ না থাকলে মৃতের উপর নির্ভরশীল ছিলেন এমন কোনও ব্যক্তিকে দিতে হবে ক্ষতিপূরণের টাকা। একই সঙ্গে কোনও রাজ্যে ক্ষতিপূরণ দিতে যেন দেরি না হয় সেই বিষয়েও নজর দিতে হবে। 

উল্লেখ্য, কী ভাবে এই ক্ষতিপুরণ মিলবে তা ব্যক্ত করে কেন্দ্র জানিয়েছে, ক্ষতিপূরণের আবেদন করার জন্য রাজ্যের পক্ষ থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম ফিলাপ করে, সংশ্লিষ্ট নথি দিয়ে, তা জমা দিতে হবে নির্দিষ্ট দফতরে। নথিপত্র খতিয়ে দেখবে বিপর্যয় মোকাবিলা দফতর। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৩০ দিনের মধ্যে এই ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত হতে হবে বলেও জানান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 18 =