তফসিলি জাতি-উপজাতির মধ্যেও একাংশের জন্য পৃথক সংরক্ষণ, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে তফসিলি জাতি-উপজাতিদের (এসসি-এসটি) মধ্যে একাংশকে বিশেষ সংরক্ষণ৷ ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ জানায়, এ…

Supreme Court

নয়াদিল্লি: সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে তফসিলি জাতি-উপজাতিদের (এসসি-এসটি) মধ্যে একাংশকে বিশেষ সংরক্ষণ৷ ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সরকারের।

 

ফলে এবার তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যেও শ্রেণিবিন্যাস করা হবে। সেই বিন্যাসের ভিত্তিতেই ঢেলে সাজানো হবে সংরক্ষণ ব্যবস্থা। সুপ্রিম কোর্ট এদিন তাঁদের রায়ে জানায়, ‘‘উপশ্রেণি চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত সমতার নীতিকে লঙ্ঘন করে  না।’’

 

তবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণার ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছতে পারেননি। ছয় বিচারপতি তফসিলি জাতি-জনজাতিদের মধ্যে ‘অতি পিছিয়ে পড়া অংশকে’ চিহ্নিত করে ‘কোটার মধ্যে কোটা’র সুবিধা দেওয়ার পক্ষে রায় দিলেও, এর বিরোধিতা করেন বিচারপতি বেলা ত্রিবেদী৷