নয়াদিল্লি : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারি থেকে রক্ষাকবচের অন্তর্বর্তী আদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। এখন সিবিআই তাঁকে জেরা করতে পারবে। সারদা চিটফান্ড মামলায় তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগে সিবিআই রাজীবকে তাদের হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল।
তবে শীর্ষ আদালতে রাজীব কুমারকে আগাম জামিন নেওয়ার জন্য সাতদিন সময় দিয়েছে। সারদা মামলার সিটের দায়িত্বে ছিলেন রাজীব। প্রভাবশালীদের তিনি বাঁচানোর চেষ্টা চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে। শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চের কাছে রাজীবের আইনজীবী বলেন, তাঁকে হেনস্থা ও অপমান করার জন্যই সিবিআই হেফাজতে নিতে চাইছে। এভাবে আইন ভাঙতে দেওয়া যায় না সিবিআইকে।