ফোনে আড়ি পাতা কাণ্ডে পৃথক কমিটি কেন? রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

ফোনে আড়ি পাতা কাণ্ডে পৃথক কমিটি কেন? রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি:  ফোনে আড়ি পাতা কাণ্ডের কিনারা পেতে প্রথম রাজ্য হিসাবে পদক্ষেপ করেছিল পশ্চিমবঙ্গ৷ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বাধীন দুই সদস্যের কমিটি গড়ে পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডের তদন্তের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই কমিটি গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট৷ এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকেও নোটিশ পাঠানো হয়েছে৷ 

আরও পড়ুন- অ্যাক্টিভ কেস কমায় স্বস্তি, দেশের করোনা পরিস্থিতি আপাত নিয়ন্ত্রণে

প্রসঙ্গত, পেগাসাস ইস্যুতে তদন্তের জন্য রাজ্য সরকারের গঠিত কমিটি বেআইনি দাবি করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ কিন্তু এদিন কমিটির কাজে স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ৷ সুপ্রিম কোর্ট জানায়, কমিটির তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে৷ তাই স্থগিতাদেশের প্রয়োজন নেই৷ আবেদনকারীদের বক্তব্য ছিল, এই মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে৷ তা ছাড়া এটি কেন্দ্রীয় সরকারের বিবেচ্য বিষয়৷ এতে রাজ্য সরকারের তদন্ত কমিটি গঠন সম্পূর্ণ বেআইনি৷ সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘এটা অসাংবিধানিক৷ আমি এটুকুই বলতে পারি৷’’ আগামী ২৫ অগাস্ট মামলার শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত৷ শুনানির আগে কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ পাঠাল প্রধান বিচারপতির নেতত্বাধীন বেঞ্চ৷ 

আরও পড়ুন- স্ত্রীর মৃত্যু মামলায় অবশেষে মুক্তি, ‘নির্যাতন চলেছে’, বললেন শশী

প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যারে ফোনে আড়ি পাতা কাণ্ডে উত্তাল দেশ৷ সংসদ বারবার পেগাসাস ইস্যুতে উত্তাল হয়েছে৷ এদিকে, একুশের শহিদ মঞ্চ থেকে পেগাসাস কাণ্ডে পৃথক তদন্ত কমিটির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুই সদস্যের এই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =