ভ্যাকসিনের ট্রায়ালের তথ্য প্রকাশের দাবি, কেন্দ্র পেল ‘সুপ্রিম’ নোটিশ

ভ্যাকসিনের ট্রায়ালের তথ্য প্রকাশের দাবি, কেন্দ্র পেল ‘সুপ্রিম’ নোটিশ

নয়াদিল্লি: করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়ালের তথ্য প্রকাশ করতে হবে, এই প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। এবার সেই মামলার ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত। নোটিশ জারি করে কেন্দ্রকে জবাব দিতে বলা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে। চলতি বছর জানুয়ারি মাস থেকে দেশের টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পরেও এখনো বহু মানুষ টিকা নিতে আগ্রহী নন। যার অন্যতম বড় কারণ, ট্রায়ালের প্রত্যক্ষ রিপোর্ট না থাকা এবং তার প্রেক্ষিতে সন্দেহ জন্মানো। সেই কারণেই সুপ্রিম কোর্টের এই ইস্যুতে মামলা দায়ের করা হয়।

দেশের শীর্ষ আদালতে এই মামলা দায়ের করেছেন ডক্টর জেকব পুলিয়েল। তিনি ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশনের সদস্য ছিলেন। তার হয়ে সুপ্রিম কোর্টে এই মামলা লড়ছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। প্রথম দেখেই করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য টিকার কার্যকারিতা। সেই প্রেক্ষিতেই প্রশান্ত ভুষণ আদালত বলেন যে, দেশে প্রথম বার জরুরি ভিত্তিতে টিকার প্রয়োগ চলছে যেটা সম্পূর্ণ ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়া। এর আগে এমনটা কখনো হয়নি। যদিও আদালতের বক্তব্য, মামলার শুনানিতে এই বার্তা যাওয়া উচিত নয় যে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তবে এই প্রেক্ষিতে প্রশান্ত ভূষণ স্পষ্ট করে দেন যে এই মামলা কোনো ভাবেই টিকা বিরোধী মামলা নয়। এই মামলা শুধুমাত্র টিকার স্বচ্ছতা বিষয়ক।

আরও পড়ুন- আরও নিম্নমুখী দেশের অ্যাক্টিভ কেস, সুস্থতা বাড়াচ্ছে স্বস্তি

এদিন এই মামলার শুনানি হয় বিচারপতি নাগেশ্বর রাও এবং ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। মামলার প্রেক্ষিতে তারা কেন্দ্রীয় সরকারকে ট্রায়াল’ সম্পর্কিত ইস্যুতে আগামী চার সপ্তাহের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল, কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সহ অন্যান্য বিষয়গুলো মাথায় রেখেই করোনাভাইরাস ভ্যাকসিন বানানো হয়েছে। সবথেকে আগে মাথায় রাখা হয়েছে শিশুদের সুরক্ষা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 15 =