নয়াদিল্লি: যতদিন এগোচ্ছে, ডিজিটাল হওয়ার পথে আরো এগোচ্ছে ভারত। এখন অধিকাংশ ক্ষেত্রেই অনলাইন পেমেন্টের উপর নির্ভর করে দেশবাসী। বিভিন্ন অনলাইন মানি ট্রানজ্যাকশন অ্যাপের মাধ্যমে টাকা-পয়সার লেনদেন হচ্ছে। এর জন্য দরকার পড়ছে ইউপিআই আইডির, যা না থাকলে এই ট্রানজ্যাকশন করা সম্ভব নয়। তবে এই ট্রানজ্যাকশন কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষিতেই সিপিআই সাংসদ বিনয় ভীষ্মাম সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন। ফলত, কেন্দ্রীয় সরকার সহ, ফেসবুক, গুগল, অ্যামাজন এমনকি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিনজনের সাংগঠনিক বেঞ্চ এই মামলার ভিত্তিতে বলে, এই সংক্রান্ত তথ্য জানার জন্য নোটিশ পাঠানো হয়েছে। সাংসদের আইনজীবী শ্যাম দিভান বলেন, ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত মাল্টিন্যাশনাল সংস্থাকে এই সমস্ত অ্যাপের তথ্য সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছিল ভারতীয় সার্ভারের সঙ্গে। সেই বছর অক্টোবর মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু তা এখনো সম্পন্ন হয়নি। তিনি আরো বলেন, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সমস্ত তথ্য কর্তৃপক্ষ তার মাদার কোম্পানি ফেসবুকের সাথে আদান-প্রদান করে, যদিও তাদের সার্ভার ভারতের বাইরে।
তবে শুধু কেন্দ্র বা অ্যামাজন, গুগলকে নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্টস করপরেশন অফ ইন্ডিয়াকেও নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে অভিযোগ উঠছে, পুরো বিষয়টা রিজার্ভ ব্যাংক জানার পরেও তারা আমল দিতে চায়নি, সাধারণ মানুষের প্রয়োজনকে সামনে রেখে এই সমস্ত সংস্থাকে পেমেন্ট বিষয়ক কাজের অনুমতি দিয়েছে। ভারত ইতিমধ্যেই একাধিক চিনা অ্যাপস নিষিদ্ধ করেছে তথ্য পাচারের আশঙ্কায়। সেক্ষেত্রে এই সমস্ত সংস্থা থেকেও ভারতীয়দের তথ্য চুরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই এদের বিরুদ্ধে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে।