‘ধ্বংস হচ্ছে গণতন্ত্র, ঊর্ধ্বে নয় আদালত!’ প্রশান্ত মন্তব্যে সুপ্রিম জরিমানা

‘ধ্বংস হচ্ছে গণতন্ত্র, ঊর্ধ্বে নয় আদালত!’ প্রশান্ত মন্তব্যে সুপ্রিম জরিমানা

4cf8b7bb2dd39db93cea6b0b23240e3d

 

নয়াদিল্লি: ক্ষমা তিনি চাইবেন না, আগেই জানিয়ে দিয়েছিলেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত প্রশান্ত ভূষণ৷ দীর্ঘ মামলার সওয়াল-জবাবের পর এবার প্রশান্ত ভূষণের বিরুদ্ধে সাজা শোনাল দেশের শীর্ষ আদালত৷ বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলার দায়ে আইনজীবী প্রশান্তকে এক টাকা জরিমানার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে ১ টাকা জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা জমা দিতে না পারলে আইনজীবীকে ৩ মাস জেলে থাকতে হবে ও ৩ বছর নিষেধাজ্ঞা থাকে৷

আজ মামলার রায় ঘোষণা পর্বে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের পর্যবেক্ষণ, তাঁকে ক্ষমা চাওয়ার জন্য একাধিকবার সুযোগ দেওয়া হয়েছে৷ অ্যাটর্নি জেনারেলও আদালতকে জানিয়েছিলেন, তিনি একবার ক্ষমা চাইলে মামলা বন্ধ হয়ে যাবে৷ কিন্তু ভূষণ ক্ষমা চাননি৷

হঠাৎ কেন ক্ষমা চাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল প্রশান্তকে? ঘটনার সূত্রপাত গত ২৭ জুন৷ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে টুইট করেন প্রশান্ত ভূষণ৷ টুইটারে লেখেন, ‘জরুরি অবস্থা ঘোষণা না হলেও গত ছ'বছর ভারতের গণতন্ত্র ধ্বংস করার কাজ চলছে৷ সেই ধ্বংসে ইতিহাসবিদরা সুপ্রিম কোর্টের ভূমিকাকেও বিশেষভাবে চিহ্নিত করে রাখবেন৷ বিশেষ করে ভারতের শেষ ৪ প্রধান বিচারপতির ভূমিকা! এই টুটের পর প্রধান বিচারপতি এসএ বোবদকে নিয়েও টুইট করেন আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত৷ নাগপুরে রাজভবনের বিজেপি নেতার ছেলের ৫০ লাখি টাকার মোটরসাইকেল কেন ভারতের প্রধান বিচারপতি সওয়ার হলেন, তা নিয়েও তোলেন প্রশ্ন৷

এরপর প্রশান্ত ভূষণে বিরুদ্ধে অবমাননার প্রক্রিয়া শুরু করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানান মেহেক মাহেশ্বরী নামে এক আইনজীবী৷ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে আইনজীবী প্রশান্তকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত৷ তাঁকে ক্ষমা চাইতে বলা হয়৷ পাল্টা প্রশান্ত জানিয়ে দেন, তিনি কোনও ভাবেই ক্ষমা চাইবেন না৷ আজ ওই মামলার রায় ঘোষণা করে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *