‘আইন আমরা পাশ করিনি’, কৃষক আন্দোলনে কেন্দ্রের উপর দায় চাপাল সুপ্রিম কোর্ট

‘আইন আমরা পাশ করিনি’, কৃষক আন্দোলনে কেন্দ্রের উপর দায় চাপাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে দেশ জুড়ে আলোড়নের আবহেই কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ট্র্যাক্টর র‍্যালির চাপ সামলাতে হবে কেন্দ্রকেই। সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করবে না, এদিন এমনটাই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার না করা হলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীতে ট্র্যাক্টর নিয়ে মিছিল করবেন কৃষকরা, এমনটাই জানানো হয়েছিল কৃষক সংগঠনগুলির তরফ থেকে। জানা গেছে, দেশের নানা প্রান্তের কৃষকরা এই বিক্ষোভ মিছিলে সামিল হবেন বলে আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কৃষক আন্দোলনের উত্তাপ বাড়বে বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু কৃষকদের এই ‘হুমকি’র বিহিত চেয়েই শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছিল কেন্দ্র। বলা হয়েছিল, রাজধানীতে কোনোরকম অশান্তি না করার নির্দেশিকা জারি করতে। কিন্তু কেন্দ্রের সেই আবেদনের প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে তাঁরা এ বিষয়ে নাক গলাবেন না। কেন্দ্রের উদ্দেশ্যে আদালতের বার্তা, “কর্তৃত্ব যেমন আপনাদের, দায়িত্বও আপনাদের। সুপ্রিম কোর্ট এই আইন পাশ করে নি।” পাশাপাশি বিচারপতি এসএ বোবদে জানান পুলিশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

এসএ বোবদে ছাড়াও সুপ্রিম কোর্টের এদিনের ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি এএস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মণিয়ম। কেন্দ্রের আবেদনে সাড়া না দিয়ে কৃষক বিক্ষোভ থেকে কার্যত হাত গুটিয়ে নিলেন শীর্ষ আদালতের বিচারপতিরা। তবে কৃষি আন্দোলন বিষয়ে তদারকির জন্য সুপ্রিম কোর্ট যে তদন্ত কমিটি নিয়োগ করেছে, তা নিয়ে সমালোচনার বিরুদ্ধেও সরব হয়েছেন বিচারপতিরা। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে কৃষি সংক্রান্ত কেন্দ্র সরকারের তিনটি বিল পাশ হয় পার্লামেন্টে। সরকারের তরফ থেকে এই আইনের মাধ্যমে কৃষকদের উন্নয়নের দাবি করা হলেও বিরোধী দল গুলি প্রথম থেকেই ছিল এই আইনের বিপক্ষে। এই আইনের বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। এদিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে দশম দফার বৈঠকে যোগ দিতে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধি দল পৌঁছেছে বিজ্ঞানভবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *