গুয়াহাটি: আর মেয়াদ বৃদ্ধি করা হবে না। আগামী ৩১ জুলাইয়ে আসামে নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের দিন চূড়ান্ত করল সুপ্রিম কোর্ট। নাগরিকপঞ্জির কাজ দ্রুত করতে এনআরসি’র কো-অর্ডিনেটর প্রতীক হেজেলাকে এই মর্মে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আরএফ নরিম্যানকে নিয়ে গঠিত বেঞ্চ।
এনআরসি’র খসড়া তালিকায় নথিভুক্ত নামের মধ্যে অনেকের বিরুদ্ধে আপত্তি জমা পড়েছে। কিন্তু এই বিষয়ে গঠিত প্যানেলে শুনানির সময় আপত্তিকারীরা উপস্থিত থাকছেন না বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন কো-অর্ডিনেটর প্রতীক হেজেলা। এই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এদিনের রায়ে পরিষ্কার জানিয়েছেন, আপত্তিকারীরা যদি শুনানির সময় উপস্থিত নাও থাকে সে ক্ষেত্রে খসড়া তালিকায় নাম থাকবে না বাদ যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত এনআরসি’র কো-অর্ডিনেটরকেই নিতে হবে।
এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পূর্ণ ক্ষমতা হেজালাকে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত বছর ৩০ জুলাই প্রকাশিত হওয়া নাগরিক পঞ্জির খসড়া তালিকা থেকে বাদ পড়েছিলেন ৪০ লক্ষ মানুষ। বাদ পড়া আসামের নাগরিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে আবেদন করেছিলেন। এনআরসি খসড়ারার ওপর আপত্তি জানিয়েছেন বহু ব্যক্তি। এদিকে, আসামে ভোট মিটতেই রাজ্যের সংখ্যালঘুদের বিদেশি তকমা সেঁটে পাইকারি হারে জেলে বন্দি করতে শুরু করল বিজেপি সরকার। যখন তখন থানায় ডেকে নিয়ে জেলে পুরে দিচ্ছে আসাম পুলিশ। গত সোমবার থেকে এমন কাজ শুরু করেছে রাজ্য সরকার।