Aajbikel

অভিষেককে CBI জেরার নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! তবে স্থগিতাদেশ ২৫ লক্ষ জরিমানায়

 | 
অভিষেক

নয়াদিল্লি: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে। তবে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট, তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নোটিস জারি করে সবপক্ষের জবাব তলব করা হয়েছে।


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন তিনি৷ সেই আর্জি মঞ্জুর করেনি শীর্ষ আদালত৷ শুক্রবার এই মামলার জন্য সময় দেওয়া হয়েছিল। গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সোমবার সে কথা উল্লেখ করে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সঞ্জয় কারোলের অবকাশকালীন বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জিও জানান তিনি।  “পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে” বলেও শীর্ষ আদালতে আশঙ্কা প্রকাশ করেন সিঙ্ঘভি। কিন্তু দ্রুত শুনানির আর্জিতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট৷ 

তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের অভিযোগ ছিল, দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই তাঁকে চাপ দিয়ে অভিষেকের নাম বলেয়ে নিতে চাইছে। এই মর্মে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে সেই চিঠি পৌঁছয় হেস্টিংস থানায়। এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, চাইলে কেন্দ্রীয় সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই কোর্টের সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান তৃণমূল সাংসদ। সেখানে মামলার বেঞ্চ বদল ঘটে। শুনানি হয় বিচারপতি অমৃতা সিন্‌হার এজলাসে। কিন্তু তিনি আদালতের পূর্ববর্তী রায় অপরিবর্তিত রাখেন৷ এর পরেই নোটিস পাঠিয়ে শনিবার অভিষেককে নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই। 

Around The Web

Trending News

You May like