নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিক পঞ্জী মামলায় ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ এনআরসি নিয়ে কেন্দ্রকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্জ৷
মঙ্গলবার সুপ্রিমো কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এনআরসি প্রক্রিয়ার আর কোনও পরিবর্তন করা যাবে না৷ বাদ যাওয়া তুলতে বেশ খানিকটা সময় দেওয়া হয়েছিল৷ এখন সেই সুযোগ আর দেওয়া যাবে না৷ এনআরসিতে নাম প্রকাশ অনলাইন করতে হবে বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷ আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
আধারের মতোই এনআরসি তালিকাও সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ যাতে কোনও ভাবেই তথ্য বেহাত হয়ে না যায়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ শীর্ষ আদালতের নির্দেশে অসমের প্রথম নাগরিকপঞ্জি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর৷
Assam NRC: Considering the Citizenship Act and rules, the Supreme Court in its interim order today said that the security aspects of the data involving NRC will get the same kind as of Aadhaar. pic.twitter.com/sc1YeZXNDQ
— ANI (@ANI) August 13, 2019
তালিকায় প্রায় দু’লক্ষ বাঙালির নাম বাদ পড়ে৷ শুরু হয় বিতর্ক৷ পরে, ফের আদালতের নির্দেশে ৩১ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিকপঞ্জির তালিকায় নাম তোলার দিন চূড়ান্ত করা হয়৷