সুপ্রিম কোর্টে বোমাতঙ্ক! পরিত্যক্ত ব্যাগে অদ্ভুত আওয়াজ

সুপ্রিম কোর্টে বোমাতঙ্ক! পরিত্যক্ত ব্যাগে অদ্ভুত আওয়াজ

নয়াদিল্লি:  সুপ্রিম কোর্টেঅ এবার দেখা দিল বোমাতঙ্ক। শুক্রবার সকালে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে অদ্ভুত আওয়াজ পাওয়া যায়।  সেই আওয়াজেই সুপ্রিম কোর্ট চত্বরে বোমাতঙ্ক দেখা দেয়। সুপ্রিমকোর্টের আইনজীবী, কর্মী, বিচার চাইতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পালানোর জন্য দেখা দেয় হুড়োহুড়ি। একদিন আগেই উত্তরপ্রদেশের আদালত চত্বরে বিস্ফোরণের জেরে আতঙ্ক আর বেশি করে চেপে ধরে।

খবর দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। আতঙ্কের পাশাপাশি সন্দেহজনক ব্যাগটিতে কী আছে, তা দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমাতে থাকেন। নিরাপত্তারক্ষীরা প্রথমে সন্দেহভাজন পরিত্যক্ত ব্যাগটিকে তুলে জনমানবহীন জায়গায় ফেলে দেন। তারপর এলাকা অবরুদ্ধ করে ব্যাগটি পরীক্ষা করা হয়। ব্যাগটিতে যদিও কিছুই পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, শব্দটি ব্যাগের ভিতর থেকে একটি ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাঙ্ক থেকে আসছিল। তবে ওই ব্যাগের মালিককে এখনও পাওয়া যায়নি।

একদিন আগেই উত্তরপ্রদেশের লখনউয়ের আদালত চত্বরে বিস্ফোরণ হয়। ঘটনায় দুই আইনজীবী আহত হন।ঘটনায় পরেই আদালত চত্বরে চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, আইনজীবীদের বসার ঘর লক্ষ্য করেই এই বোমা ছোড়া হয়েছিল। লখনউ বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সঞ্জীব লোধিকে নিশানা করে ওই বোমা ছোঁড়া হয়েছে বলে দাবি করেছেন ওই আইনজীবী। এই ঘটনার নেপথ্যে জিতু যাদব নামে এক আইনজীবীর হাত রয়েছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনার পর আদালত চত্বরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন আইনজীবী, ওই অঞ্চলে কোনও সুরক্ষা ব্যবস্থা নেই বলে অভিযোগ তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *