নয়াদিল্লি: বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ও কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসেবে অজয় নায়েক ও বিবেক দুবের নিয়োগ নিয়ে জোড়া মামলা আগেই দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্ট৷ কিন্তু, আইনজীবী নিগ্রহের ঘটনায় বাংলার আদালতে কর্মবিরতির জেরে মামলা বেশিদূর গড়াতে পারেনি৷ অজয় নায়েক ও বিবেক দুবের নিয়োগ বেআইনি বলে দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায় হয় মামলা৷ আজ, সেই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশে দেশের শীর্ষ আদালতের৷
আজ, বারাকপুর লোকসভা আসনের নির্দল প্রার্থী রামু মান্ডির দায়ের করার মামলার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, নির্বাচন কমিশন নিময় মেনেই অজয় নায়েক ও বিবেক দুবেকে নিয়োগ করেছে৷ ফলে, এই নিয়ে আর মামলা শুনবে না আদালত৷ পরে, গোটা মামলাটি খারিজ করে দেয় আদালত৷ তবে, এই নিয়ে কোনও প্রশ্ন থাকলে হাইকোর্টে মামলা করতে পারেন তাঁরা৷
Supreme Court dismisses a plea challenging the appointment of two retired bureaucrats as special observer and central police observer in West Bengal for the Lok Sabha polls. Court observed that elections are over & the petitioner may approach the Kolkata High Court. pic.twitter.com/FbF9q87hrv
— ANI (@ANI) May 21, 2019
কিন্তু, গত কয়েক সপ্তাহ ধরে বাংলার আদালতে চলছে আইনজীবীদের কর্মবিরতি৷ পঞ্চায়েত নির্বাচনের মতো এবারের লোকসভা নির্বাচন শুরু হতে না হতেই টানা কর্মবিরতি চলছে বাংলার আদালতে৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে মামলার জল কতদূর গড়ায়, তার উপরেই নির্ভর করছে মামলার ভবিষ্যত্।
প্রথমে বারাকপুর লোকসভা আসনের নির্দল প্রার্থী রামু মান্ডি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন৷ পরে যান শীর্ষ আদালতে৷ অন্যটি হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকারের। রামু মান্ডির দাবি, জনপ্রতিনিধিত্ব আইন না মেনেই ওই দুই প্রাক্তন আইএএস এবং আইপিএস অফিসারকে এই রাজ্যের ভোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের নিয়োগ সম্পূর্ণ বেআইনি। তিনি মনে করেন, এঁরা ভোটে শক্তিশালী রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন। তার মুখ্য কারণ, চাকরি থেকে অবসর নেওয়ায় তাঁদের ‘সার্ভিস বুকে’ কালো কালির আঁচড় লাগার সম্ভাবনা নেই। কিন্তু, এদিন শীর্ষ আদালতের তরফে মামলা পুরোপুরি খারিজ করে দেওয়া হয়৷ যদিও, এর আগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জয় নায়েক ও বিবেক দুবের নিয়োগ নিয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷