কুম্ভমেলা হতে পারে করোনার ‘সুপার স্প্রেডার’!

কুম্ভমেলা হতে পারে করোনার ‘সুপার স্প্রেডার’!

নয়াদিল্লি : করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে ‘সুপার স্প্রেডার’ হতে পারে কুম্ভমেলা৷ এমনটাই মত বিশেষজ্ঞদের৷ ইতিমধ্যেই গত দু’দিনে কুম্ভমেলায় আগত পুণ্যার্থীদের মধ্যে একহাজার মানুষের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ৷
উত্তরাখণ্ড সরকার সূত্রে খবর, হরিদ্বারের কুম্ভমেলায় শাহী স্নান করতে আসা মানুষের থেকে ৫০ হাজার স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল৷ তার মধ্যে সোমবার ৪০৮ জন এবং মঙ্গলবার ৫৯৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ আর তাতেই আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যাটা দ্রুত আরও বাড়তে পারে৷ এমনকি কুম্ভমেলা করোনার ‘সুপার স্প্রেডার’ হতে পারে বলেই মনে করা হচ্ছে৷

এর মধ্যেই আজব যুক্তি দিয়ে বিতর্কে উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর যুক্তি, ‘কুম্ভমেলা এবং মার্কাজের মধ্যে কোনও তুলনা হয় না। মার্কাজ হয়েছিল বন্ধ জায়গায়। আর কুম্ভমেলা হচ্ছে গঙ্গার ঘাটে খোলা আকাশের নিচে। তাছাড়া কুম্ভমেলায় যেসব ভক্তরা আসছেন, তাঁরা আমাদের নিজেদেরই লোক। বাইরের কেউ নন৷’ তীরথ সিংয়ের বক্তব্য, ‘সব থেকে বড় ব্যাপার হল, যে সময় নিজামুদ্দিন মার্কাজ হয়েছিল, তখন করোনা সম্পর্কে আমাদের তেমন ধারণা ছিল না। কোনও সচেতনতা ছিল না, ছিল না কোনও গাইডলাইন। কেউ জানে না, মার্কাজে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা কতদিন ওখানে বদ্ধ ঘরে ছিলেন। কিন্তু এখন পরিস্থিতি তেমন না। আমরা এই রোগটা সম্পর্কে জানি। কুম্ভমেলায় সমস্ত সচেতনতা অবলম্বন করা হচ্ছে।’ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর  আশা, ‘মা গঙ্গার আশীর্বাদে কারও কোনও ক্ষতি হবে না।’

 

 

উল্লেখ্য, বদ্ধ জায়গার চেয়ে খোলা জায়গায় করোনা সংক্রমণের সম্ভাবনা কিছুটা হলেও কম থাকে ঠিকই। সেদিক থেকে দেখতে গেলে তীরথ সিং রাওয়াতের এই যুক্তি ঠিকই আছে। কিন্তু হরিদ্বারের কুম্ভমেলায় যে হারে মানুষের জমায়েত হচ্ছে, তাতে যতই খোলা জায়গায় পুণ্যস্নান হোক না কেন, সংক্রমণের সম্ভাবনা একেবারেই কমে না। তার প্রমাণও মিলেছে। স্রেফ গত দু’দিনে হরিদ্বারে করোনার কবলে পড়েছেন হাজারের বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =