নয়াদিল্লি: দ্বিতীয় পর্যায়ের কোভিড টিকাকরণ শুরু হয়ে গিয়েছে৷ আজই দিল্লির এইমস থেকে কোভিডের ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার করোনার টিকা পেতে চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা৷ আগামীকাল থেকে কোভিডের টিকা নিতে পারবেন তাঁরা৷ ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন বা সিরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড, নিজেদের পছন্দমতো টিকা বাছাই করতে পারবেন তাঁরা৷ একইসঙ্গে বর্তমান বিচারপতিদের পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদেরও টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷
জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট চত্বরে এই টিকাকরণ করা হবে৷ সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিদের পরিবারের সদস্যরাও এই টিকা নিতে পারবেন৷ কেন্দ্রের ঠিক করা গাউডলাইন অনুযায়ী দাম পড়বে ভ্যাকসিনের৷ যেকোনও বেসরকারি হাসপাতাল থেকে এই ভ্যাকসিন নিতে হলে দাম পড়বে প্রতি ডোজে ২৫০ টাকা৷
সোমবার থেকে দেশের ১০,০০০টি সরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে করোনা টিকা। ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের উর্ধ্বে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা এই করোনা ভ্যাকসিন নিতে পারবেন। দেশের ২০,০০০ বেসরকারি হাসপাতালেও মিলবে করোনা টিকা। প্রথম ডোজ নিয়ে দেশবাসীকে করোনা টিকা নেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে দিল্লির এইমসে করোনার টিকা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷