পিকে ‘বাদ! এলেন এসকে’! চব্বিশের লড়াইয়ে সুনীলে ভরসা রেখে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস

পিকে ‘বাদ! এলেন এসকে’! চব্বিশের লড়াইয়ে সুনীলে ভরসা রেখে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস

নয়াদিল্লি: ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগদান নিয়ে বিস্তর জনঘোলা হয়েছে৷ শেষ পর্যন্ত কংগ্রেসের হাত ধরেননি পিকে৷ এই অবস্থায় ২৪-এর মহারণে তরী পাড় করতে পিকে’রই প্রাক্তন সতীর্থ সুনীল কানুগোপালের উপর ভরসা রাখলেন কংগ্রেস হাইকমান্ড৷ তাঁর হাতেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরির দায়িত্ব সঁপলেন সোনিয়া গান্ধী৷ সেই সঙ্গে মোক্ষম চাল দিয়ে অভিজ্ঞ নেতাদের নিয়ে তৈরি রাজনৈতিক বিষয়ক গোষ্ঠীতে নিয়ে এলেন দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর দুই প্রধান মস্তিষ্ক গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মাকে৷ যাঁরা রাজনৈতিক বিষয়ে পরামর্শ দেবেন তাঁকে৷ 

আরও পড়ুন- বিক্ষোভে ফুঁসছে অন্ধ্রপ্রদেশ, আগুন জ্বলল মন্ত্রীর বাড়িতে

মিশন ২৪-কে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে কংগ্রেস৷ লোকসভায় বিজেপি’কে টক্কর দিতে আজ কংগ্রেসের টাস্ক ফোর্স-২০২৪ গঠন করেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ আট জনের এই কমিটিতে রয়েছেন বর্ষীয়ান নেতা পি চিদম্বরম সহ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালার মতো প্রথম সারির নেতারা৷ এই নামগুলো অবশ্য প্রত্যাশিতই ছিল৷ তবে এই তালিকায় জুড়ল সুনীল কানুগোলুর নাম। সুনীল তখন মাত্র চল্লিশ৷ সেই সময়  পিকে-র মতোই ২০১৪-র লোকসভায় নরেন্দ্র মোদীর প্রচারে কাজ করেছিলেন তিনি। তবে তাঁদের মধ্যে চরিত্রগত পার্থক্য রয়েছে৷ সুনীল পুরোপুরিই প্রচারবিমুখ। 

২০১৪-র লোকসভা ভোটের পরে বিজেপি’র সঙ্গ ছাড়েন পিকে৷ সেই সময় অমিত শাহের আস্থাভাজন হয়ে ওঠেন এসকে। ২০১৭ সালে  উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে বিজেপি’র রণকৌশল সুনীলেরই তৈরি। তার পরে  এডিএমকে, শিরোমণি অকালি দলের হয়ে কাজ করেছেন সুনীল কানুগোপাল৷ অবশেষে কর্নাটক, তেলঙ্গানা, গুজরাতের নির্বাচনের জন্য কংগ্রেসের হয়ে কাজ ময়দানে নেমে পড়েছেন তিনি। তবে এখানে একটি টুইস্ট রয়েছে৷ ভোটকুশলী হিসেবে নয়। দু’মাস আগেই নাকি তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তেমনটাই সূত্রের দাবি। সম্প্রতি কর্নাটক, গুজরাতের নেতাদের রাহুল গান্ধীর বৈঠকেও হাজির ছিলেন সুনীল৷ এবার তাঁকে সরাসরি টাস্ক ফোর্সে নিয়ে এসে ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে পিকে’র গাটবন্ধনের সম্ভাবনায় সনিয়া-রাহুল জল ঢেলে দিলেন বলেঅ কংগ্রেস নেতাদের মত।