‘আজই আত্মহত্যা করুন মমতা, ভাল কাজে দেরি কেন?’, ফের নেট দুনিয়ায় আক্রান্ত খোদ মুখ্যমন্ত্রী

কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের শিকার খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই হিন্দি বলয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে একটি বিকৃত মন্তব্য তুলে ধরে পোস্ট করা হয়েছে বিভিন্ন গ্রুপে৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা ওই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ কিছু গ্রুপ থেকে ওই পোস্ট মুছে ফেলা হলেও এখনও জ্বলজ্বল করছে পোস্টটি৷

‘আজই আত্মহত্যা করুন মমতা, ভাল কাজে দেরি কেন?’, ফের নেট দুনিয়ায় আক্রান্ত খোদ মুখ্যমন্ত্রী

কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের শিকার খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই হিন্দি বলয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে একটি বিকৃত মন্তব্য তুলে ধরে পোস্ট করা হয়েছে বিভিন্ন গ্রুপে৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা ওই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ কিছু গ্রুপ থেকে ওই পোস্ট মুছে ফেলা হলেও এখনও জ্বলজ্বল করছে পোস্টটি৷ ওই পোস্টে মমতার একটি মন্তব্য বিকৃত করে লেখা হয়েছে, নরেন্দ্র মোদি যদি আবার প্রধানমন্ত্রী হন, তাহলে আত্মহত্যা করবেন মমতা!

‘আজই আত্মহত্যা করুন মমতা, ভাল কাজে দেরি কেন?’, ফের নেট দুনিয়ায় আক্রান্ত খোদ মুখ্যমন্ত্রীঅওধ কুমার ভার্মা নামের এক ব্যক্তি গত ২৩ মে একটি পোস্ট করেন৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ওই পোস্টটি দেওয়া করা হয়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে লেখা হয়েছে, ‘‘আজ তো খুবই শুভ দিন, আজই মমতা বান আত্মহত্যা করুন৷ কেউ আপনাকে রুখবে না৷ ভাল কাজে দেরি করা উচিত নয়৷’’ হিন্দি বলয়ে এই ছবি পোস্ট হতেই সত্যতা অনুসন্ধান করা করে একটি সংবাদমাধ্যম৷ তাতে দেখা যায়, পোস্টটি ভাইরাল করতে সমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করা হয়েছে৷

এই লিঙ্কে দেখা যাবে বিতর্কিত পোস্টটি৷ (http://archive.is/oFVzz)

আদতে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে দাবি করেছিলেন, ‘‘মোদির কাজ কর্ম যদি দেখতেন, তাহলে অ্যাডলফ হিটলারও আত্মহত্যা করতেন৷’’ মমতার ছবি সহ ওই মন্তব্যকে বিকৃত করে লেখা হয়, ‘‘মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলে আত্মহত্যা করব৷’’ আদতে মুখ্যমন্ত্রী কখনই বলেননি তিনি আত্মঘাতী হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 9 =