কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের শিকার খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই হিন্দি বলয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে একটি বিকৃত মন্তব্য তুলে ধরে পোস্ট করা হয়েছে বিভিন্ন গ্রুপে৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা ওই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ কিছু গ্রুপ থেকে ওই পোস্ট মুছে ফেলা হলেও এখনও জ্বলজ্বল করছে পোস্টটি৷ ওই পোস্টে মমতার একটি মন্তব্য বিকৃত করে লেখা হয়েছে, নরেন্দ্র মোদি যদি আবার প্রধানমন্ত্রী হন, তাহলে আত্মহত্যা করবেন মমতা!
অওধ কুমার ভার্মা নামের এক ব্যক্তি গত ২৩ মে একটি পোস্ট করেন৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ওই পোস্টটি দেওয়া করা হয়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে লেখা হয়েছে, ‘‘আজ তো খুবই শুভ দিন, আজই মমতা বান আত্মহত্যা করুন৷ কেউ আপনাকে রুখবে না৷ ভাল কাজে দেরি করা উচিত নয়৷’’ হিন্দি বলয়ে এই ছবি পোস্ট হতেই সত্যতা অনুসন্ধান করা করে একটি সংবাদমাধ্যম৷ তাতে দেখা যায়, পোস্টটি ভাইরাল করতে সমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করা হয়েছে৷
आज तो शुभ मुहूर्त है। आज ही आत्म हत्या कर लो ममता बानो। किसी ने कहा है कि “शुभ कार्य” में देर नहीं। pic.twitter.com/dsrEEuKMRW
— Modi ki Diwani ( Any Doubt)?? (@Yoshi88001) May 24, 2019
এই লিঙ্কে দেখা যাবে বিতর্কিত পোস্টটি৷ (http://archive.is/oFVzz)
আদতে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে দাবি করেছিলেন, ‘‘মোদির কাজ কর্ম যদি দেখতেন, তাহলে অ্যাডলফ হিটলারও আত্মহত্যা করতেন৷’’ মমতার ছবি সহ ওই মন্তব্যকে বিকৃত করে লেখা হয়, ‘‘মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলে আত্মহত্যা করব৷’’ আদতে মুখ্যমন্ত্রী কখনই বলেননি তিনি আত্মঘাতী হবেন৷