‘ভয় দেখিয়ে ভোট না করলেও পারতেন’, বিপ্লব দেবের বিরুদ্ধে ফের বিস্ফোরক সুদীপ

‘ভয় দেখিয়ে ভোট না করলেও পারতেন’, বিপ্লব দেবের বিরুদ্ধে ফের বিস্ফোরক সুদীপ

54d74a9c9199408a58cd6ec50f3a0054

আগরতলা: ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন৷ গতকাল বিজেপি’র রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন তিনি৷ আজ ফের মুখ খুললেন তিনি৷ বললেন, ভয় দেখিয়ে ভোট নাও করাতে পারতেন বিপ্লব দেব৷

আরও পড়ুন- চলছে রিগিং, আক্রান্ত বিরোধী এজেন্ট, বিপ্লব দেবকে তুলোধোনা করে থানা ঘেরাও বামেদের

এদিন আগরতলা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক৷ নাম না করে বেঁধেন বিপ্লব দেবকে৷ বললেন, ‘ভয় দেখিয়ে ভোট না করলেও পারতেন৷’ তিনি আরও বলেন, ‘বিপত্তি এলে বলব গণতন্ত্র বিপন্ন৷ সারা দিনে বিভিন্ন অভিযোগ এসেছে৷ নতুন নতুন অভিযোগ এসেছে, যা কোনও দিনও পাইনি৷ ১৪৪ ধারা লঙ্ঘন করে এতি বেশি মাত্রায় বইরে থেকে ছেলেরা এখানে এসেছে৷ তাঁদের উদ্দেশ্য কী সেটা নিশ্চয় বুঝতেই পারছেন৷’ তাঁর কথায়, ‘শিশুসুলভ নেতৃত্বের প্রেক্ষিতে দল বদনাম কুড়াচ্ছে৷ মানুষের অভিশাপ কুড়াচ্ছে৷’

গতকাল বোমা ফাটিয়ে এই সুদীপ রায় বর্মনই বলেছিলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্ব ‘শিশুসুলভ’৷  সুদীপ বলেন, ‘‘শিশুসুলভ নেতৃত্ব, আসল শত্রুকে চিনতে পারছে না।’’ তিনি আরও বলেছিলেন, একটা পুর ভোটের নির্বাচনে উন্নয়নকে সামনে রেখে ভোট হলে খুশি হতাম৷ বদলে সবটাই নেতিবাচক কথা৷  ইতিবাচক চিন্তা ধারার প্রকাশ নেই৷ শুধুই ব্যক্তি আক্রমণ ও কুৎসা৷ এখানে উৎসের মেজাজে ভোট হত- এটাই আমাদের রাজ্যের সংস্কৃতি৷ তাতে ভাটা পড়ছে৷ সারা দেশ ত্রিপুরাকে অন্য ভাবে চিনতে শুরু করেছে৷ দল কাউকে হামলা করতে বলেনি, রক্ত ঝরাতে বলেনি৷ যাঁরা এই কাজ করছে তাতে বিজেপি’র বদনাম হচ্ছে৷ প্রধানমন্ত্রীর নাম কলঙ্কিত হচ্ছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *