অর্জুন থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল উৎক্ষেপণ, অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীর

ডিআরডিও-র তরফে জানানো হয়েছে এই পরীক্ষামূলক উৎক্ষেপণে ৩ কিমি লক্ষ্য অতিক্রম করতে সফল হয়েছে এটিজিএম। এই মিসাইলের সামনের অংশটি হাইলি একক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক (এইচইএটি) যুক্ত, যা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক থেকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি, এক্সপ্লোসিভ প্রটেক্টিভ আর্মার (ইআরএ) বা বিস্ফোরক প্রতিরোধক কবচ দ্বারা সুরক্ষিত যুদ্ধযানগুলিকেও পরাস্ত করতে সক্ষম।

নয়াদিল্লি:  পরীক্ষামূলক উৎক্ষপণে সফল হল অর্জুন থেকে লেজার-গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজিএম)৷ বুধবার সকালে আহমেদনগরের কে কে রেঞ্জ-এ ভারতীয় যুদ্ধক্ষেত্রের উন্নতমানের ট্যাঙ্ক অর্জুন থেকে পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। ভারতীয় সেনাবাহিনীর আর্মার্ড কর্পস সেন্টার অ্যান্ড স্কুল (এসিসি অ্যান্ড এস) অবস্থিত এই কে কে রেঞ্জ-এ। 

ডিআরডিও-র তরফে জানানো হয়েছে এই পরীক্ষামূলক উৎক্ষেপণে ৩ কিমি লক্ষ্য অতিক্রম করতে সফল হয়েছে এটিজিএম। এই  মিসাইলের সামনের অংশটি হাইলি এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক (এইচইএটি) যুক্ত, যা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক থেকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি, এক্সপ্লোসিভ প্রটেক্টিভ আর্মার (ইআরএ) বা বিস্ফোরক প্রতিরোধক কবচ দ্বারা সুরক্ষিত যুদ্ধযানগুলিকেও পরাস্ত করতে সক্ষম। এটি এমনভাবে তৈরি, যা একাধিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণে সক্ষম। বর্তমানে এই মিসাইল এমবিটি অর্জুনের বন্দুক থেকে উৎক্ষেপণের প্রযুক্তিগত মূল্যায়নের পরীক্ষা চলছে বলেও জানিয়েছে ডিআরডিও।

দেশের সর্বোত্তম প্রতিরক্ষা গবেষণাগার পুনে ভিত্তিক আর্মেন্ট রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (এআরডিই) দ্বারা ক্যানন লঞ্চড মিসাইল ডেভলপমেন্ট কর্মসূচির অধীনে তৈরি এই মিসাইলটি যুদ্ধক্ষেত্রে আধুনিক ও ভবিষ্যত শত্রুদের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। অর্জুন ট্যাঙ্কের বন্দুক থেকে উৎক্ষেপণের জন্য তৈরি এই মিসাইলের মাথার দিকে লো-ফ্লাইং হেলিকপ্টার সহ চলন্ত অবস্থায় লক্ষ্যবস্তুতে আঘাত করার দিকনির্দেশিকাও সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

‘মেক ইন ইন্ডিয়া’র লক্ষ্যে সরকারের একাধিক পদক্ষেপের প্রেক্ষাপটেই ভারতীয় অস্ত্রভান্ডারের এই উন্নয়ন বলা যায়। অর্জুন থেকে পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি টুইট বার্তায়, ‘আমদানি-নির্ভরতা হ্রাস’ করার ক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনীর এই অগ্রগতির জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন তিনি।  তিনি বলেছেন, “টিম ডিআরডিও-র জন্য গর্বিত, ভারত, যা অদূর ভবিষ্যতে আমদানি নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে আশ্বাসজনকভাবে কাজ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eighteen =