বাংলার রেশনে ভর্তুকি বন্ধ করছে কেন্দ্র, শাস্তির নির্দেশ

কলকাতা: রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস বা ই-পিওএস যন্ত্র চালু না হলে এবার বাংলার রেশন ব্যবস্থা ভর্তুকি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রের৷ কেন্দ্রের এই হুঁশিয়ারির পর ই-পিওএস যন্ত্র চালু করার জন্য সক্রিয় হয়েছে খাদ্য দপ্তর৷ রেশন ডিলারদের বুঝিয়ে সুজিয়ে ই-পিওএস যন্ত্র ব্যবহারে রাজি না করাতে পারলে কন্ট্রোল অর্ডার অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান

বাংলার রেশনে ভর্তুকি বন্ধ করছে কেন্দ্র, শাস্তির নির্দেশ

কলকাতা: রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস বা ই-পিওএস যন্ত্র চালু না হলে এবার বাংলার রেশন ব্যবস্থা ভর্তুকি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রের৷ কেন্দ্রের এই হুঁশিয়ারির পর ই-পিওএস যন্ত্র চালু করার জন্য সক্রিয় হয়েছে খাদ্য দপ্তর৷

রেশন ডিলারদের বুঝিয়ে সুজিয়ে ই-পিওএস যন্ত্র ব্যবহারে রাজি না করাতে পারলে কন্ট্রোল অর্ডার অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান হয়েছে৷ কত সংখ্যক দোকানে ই-পিওএস চালু হল তার রিপোর্ট দপ্তরে পাঠানোর নির্দেশ ঘিরে জারি হয়েছে তৎপরতা৷

সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকার জন্য আলাদা নজরদারির জন্য নোডাল অফিসার নিয়োগেও নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী মাস থেকে রেশন গ্রাহকরা মাসের প্রথম সপ্তাহে সারা মাসের বরাদ্দ খাদ্যসামগ্রীর পুরোটা একসঙ্গে তুলে নিতে পারবেন বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =