মোদী ভারতের রাজা নন! তুলোধনা বিজেপির বর্ষীয়ান নেতার

মোদী ভারতের রাজা নন! তুলোধনা বিজেপির বর্ষীয়ান নেতার

85ea7f3163daf441c627a63d4bdca330

নয়াদিল্লি: তিনি বরাবর নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে স্নগবাদ শিরোনামে এসেছেন। এক এক সময় ব্যাপক বিরোধিতা করতে দেখা গেছে। অনেকেই মনে করে তিনি মন্ত্রিত্ব পাননি বলে হয়তো এইভাবে নিজের ক্ষোভ উগড়ে দেন। কিন্তু কারণ যাই হোক, মোদী এবং কেন্দ্রের নীতির সমালোচনা করতে পিছপা হন না সুব্রহ্মণ্যম স্বামী। এবারেও তিনি মোদীকে তুলোধনা করলেন, বললেন, তিনি দেশের রাজা নন। 

স্বামীর কথায়, মোদী সরকারের অর্থনৈতিক এবং বৈদেশিক নীতির বিরোধী তিনি। দায়িত্বজ্ঞানসম্পন্ন যে কারও সঙ্গে এ নিয়ে তর্ক করতে রাজি তিনি। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে একটা কিছু আছে, সেটা জানতে হবে। মোদী ভারতের রাজা নন। হঠাৎ এই কথা কেন বললেন স্বামী? আসলে কেন্দ্রের অর্থনৈতিক এবং বৈদেশিক নীতিকে তিনি একেবারেই সমর্থন করেন না বলে জানিয়েছেন তিনি, সেই প্রেক্ষিতেই সরকারের নীতির সমালোচনা করে পোস্ট করেন স্বামী। সেই কারণেই তাঁকে একজন প্রশ্ন করেন যে তিনি ধীরে ধীরে মোদী বিরোধী হয়ে উঠছেন কিনা মন্ত্রিত্ব না পাওয়ার আক্ষেপে। সেই প্রশ্নের ভিত্তিতেই নিজের অবস্থান স্পষ্ট করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। 

এর আগে একাধিকবার কেন্দ্র এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপির অন্যান্য নেতারা যখন নরেন্দ্র মোদীকে ‘ভগবান’ হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যস্ত থাকেন, তখন এইভাবে প্রকাশ্য তাঁর নীতি এবং সরকারের সমালোচনা করেন সুব্রহ্মণ্যম স্বামী। স্পষ্ট করে দেন যে তিনি একেবারেই বাকিদের মত নন। সংসদে প্রতিনিধিত্ব করলেও, বরাবরই কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। বিগত কয়েক বছরে ব্যাপারটা অনেকটাই বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *