নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাস মাথাচাড়া দেওয়ার পর থেকেই একের পর এক ভুয়ো খবরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে খবর প্রকাশিত হচ্ছে, তার সবটাই সত্য নয়৷ কোনও খবর যাচাই না করে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা একেবারই উচিত নয়৷ সম্প্রতি আরও একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে৷
আরও পড়ুন- শেষ ৫ বছরে ৫৮ দেশ ঘুরেছেন প্রধানমন্ত্রী, বিদেশ সফরে খরচের বহর কত জানেন?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজের সকল পড়ুয়াকে ১১ হাজার টাকা করে দেবে সরকার৷ যাতে তারা স্কুল-কলেজের ফি দিতে পারে৷ ভাইরাল হওয়া ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, করোনা পরিস্থিতিতে বহু পরিবারই আর্থিক সংকটে ভুগছে৷ স্কুল-কলেজের ফি দিতে পারছে না পড়ুয়ারা৷ এই খবরটি প্রকাশ্যে আসতেই প্রত্যেক পড়ুয়াকে আর্থিক মদতের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ অথচ আসল সত্যিটা হল- এমন কোনও কথা ঘোষণাই করেনি কেন্দ্র৷ এই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো৷ কেন্দ্রের নাম ভাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে এই গুজব৷
এর পরেই তড়িঘড়ি ময়দানে নামে কেন্দ্র৷ এই জাল খবরের পর্দা ফাঁস করতে টুইট করে পিআইবি৷ ওই টুইটে বলা হয়, ‘‘একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে করোনা প্যান্ডেমিকের জেরে কেন্দ্রীয় সরকার স্কুল ও কলেজের সকল ছাত্রছাত্রীকে ফি দেওয়ার জন্য মাথা পিছু ১১ হাজার টাকা দিচ্ছে৷ কিন্তু ওই ওয়েবসাইটটি সম্পূর্ণ ভুয়ো৷ এমন কোনও ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফে করা হয়নি৷’’
আরও পড়ুন- চাল-ডাল-তেলের উপর নিয়ন্ত্রণ তুলে নিল কেন্দ্র, লাগামছাড়া দাম বৃদ্ধির শঙ্কা
প্রসঙ্গত, ইন্টারনেটে ভুল তথ্য এবং ভুয়ো খবরের প্রচার রুখতে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ‘ফ্যাট চেকিং আর্ম’-এর উদ্বোধন করেছিল প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)৷ এই শাখাই অনলাইনে চাউর হওয়া ভুল খবরের অনুসন্ধান করে থাকে৷