এবার সৈনিক স্কুলের ভর্তির সুযোগ ছাত্রীদের, ঘোষণা মোদীর

এবার সৈনিক স্কুলের ভর্তির সুযোগ ছাত্রীদের, ঘোষণা মোদীর

নয়াদিল্লি: ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ লালকেল্লা থেকে  জাতীয় পতাকা উত্তোলন করেন৷  পতাকা উত্তোলনের পর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী৷

এদিন প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘ ভাষণে ভারতীয় সেনা বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেন৷ জানান, খুব দ্রুত ভারতীয় সৈনিক স্কুলের দরজা ছাত্রীদের জন্যও খুলে দেওয়া হবে৷ প্রধানমন্ত্রী জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশের সমস্ত সৈনিক স্কুলে মেয়েদের সুযোগ দেওয়া হবে৷ মেয়েরা সৈনিক স্কুলে পড়াশোনা করতে পারবেন৷ প্রধানমন্ত্রী জানান, জাতীয় নিরাপত্তা যেমন জরুরি, তেমনই পরিবেশগত নিরাপত্তাও জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =