আজব কাণ্ড! বিয়ের আসর থেকে পুরোহিতকে নিয়ে বেপাত্তা কনে

আজ বিকেল: বিয়েবাড়ি থেকে উধাও কনে, পাওয়া যাচ্ছে না পুরোহিতকেও। শুনে চমকে উঠলেও এমনটাই ঘটেছেমধ্যপ্রদেশের বিদিশা জেলাতে। বিয়ে দিতে এসে শেষমেশ কনেকে নিয়ে পগার পার পুরোহিত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কনে রিনা বাইয়ের সঙ্গে ওই পুরোহিতের প্রেমের সম্পর্ক চলছিল। এদিকে তরুণীর পরিবার সেই সম্পর্ক টের পেয়েই অন্যত্র বিয়ের বন্দোবস্ত করে ফেলেন। বিমর্ষ তরুণী এই সময়

আজব কাণ্ড! বিয়ের আসর থেকে পুরোহিতকে নিয়ে বেপাত্তা কনে

আজ বিকেল: বিয়েবাড়ি থেকে উধাও কনে, পাওয়া যাচ্ছে না পুরোহিতকেও। শুনে চমকে উঠলেও এমনটাই ঘটেছেমধ্যপ্রদেশের বিদিশা জেলাতে।

বিয়ে দিতে এসে শেষমেশ কনেকে নিয়ে পগার পার পুরোহিত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কনে রিনা বাইয়ের সঙ্গে ওই পুরোহিতের প্রেমের সম্পর্ক চলছিল। এদিকে তরুণীর পরিবার সেই সম্পর্ক টের পেয়েই অন্যত্র বিয়ের বন্দোবস্ত করে ফেলেন। বিমর্ষ তরুণী এই সময় লুকুয়ে চুরিয়েই প্রেমিকের সঙ্গে দেখা করতেন। তবে পরিকল্পনা ছকাই ছিল, বিয়ে দিতে খোদ পুরোহিতের বেশে আসে প্রেমিকপ্রবর। তারপর বর আসার খবরে যখন বাড়ির প্রত্যেকে খুব ব্যস্ত, তখনই কনেকে নিয়ে ভোঁকাট্টা হয়ে গেল পুরোহিত। প্রথমে বিষয়টি কেউ বুঝতেই পারেনি। কনে যে পছন্দের পুরুষের সঙ্গেই পালিয়েছে তা স্পষ্টতই বোঝা যাচ্ছিল। কিন্তু সেই প্রেমিকপ্রবরটি যে বিয়ে দিতে আসা পুরোহিত, এই তথ্য উদ্ধার করতে কয়েকদিন সময় লেগে যায়। এরমদ্যেই নিরাপদ দূরত্বে সরে পড়েছে ওই যুগল
ইতিমধ্য়েই মেয়ের ঘরে ফেরার আশায় থানায় অভিয়োগ দায়ের করেছে অভিভাবকরা, তবে প্রেমিককে নিয়ে দূরে পালিয়ে তরুণীর আর ঘরে ফেরার ইচ্ছেটাই নেই। কী করা যায় বলুন তো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =