আটকে পড়া প্রবাসীদের জন্য নির্দেশিকা, বাধ্যতামূলক আরোগ্য সেতু অ্যাপ

আটকে পড়া প্রবাসীদের জন্য নির্দেশিকা, বাধ্যতামূলক আরোগ্য সেতু অ্যাপ

c8bcdc649e4d816d1bbb4da2beb6f788

নয়াদিল্লি: আটকে পড়া শ্রমিকদের নিজের নিজের রাজ্য ফেরানোর পাশাপাশি বিদেশে আটকে পড়া ভারতীয়দেরও দেশে ফেরানোর তোড়জোড় চলছে। তবে উপসর্গ নেই, এমন প্রবাসীদেরই ফেরানো হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত প্রবাসীদের সরকার দেশে ফেরাবে, তাঁদের প্রত্যেককেই ডাউনলোড করতে হবে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন।

আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ডাউনলোড করা নিয়ে চাপানউতোর চলছেই। কেন্দ্রের তরফে কর্মীদেরও এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এবার বিদেশ ফেরত প্রবাসীদের জন্যও জারি হল নির্দেশিকা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (এসওপি) মেনে বিমান ও জাহাজে করে আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরানো হবে। আটকে পড়েছেন, এমন ভারতীয় নাগরিকদের একটি তালিকাও তৈরি করা হয়েছে। তালিকাটি তৈরি করেছে ভারতীয় দূতাবাস ও হাইকমিশন।

আগামী বৃহস্পতিবার থেকে চালু হবে এই পরিষেবা। এক্ষেত্রে যাতায়াতের খরচ বহন করতে হবে যাত্রীদের। তালিকা অনুযায়ী এক একটি রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে নির্দিষ্ট বিমান। বিমানে ওঠার আগেই হবে মেডিক্যাল স্ক্রিনিং। আগেই বলা হয়েছিল, যাঁদের শরীরে করোনার উপসর্গ নেই, তাঁদেরই একমাত্র ফেরানো হবে। স্বাভাবিকভাবেই দেশে ফেরার জন্য মেডিক্যাল স্ক্রিনিং পরীক্ষায় পাস করতেই হবে।

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেককেই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেখানে নিজেদের নামে রেজিস্টার করতে হবে। কেন্স্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, 'গন্তব্যে পৌঁছনোর পর যাত্রীদের সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করে সেখানে নিজেদের নাম ও অন্যান্য তথ্য নিবন্ধ করতে হবে। স্বাস্থ্যপরীক্ষার পর যাত্রীদের হাসপাতালে রাখা হবে না কি অন্য কোনও কোয়ারেন্টাইনে, তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য। ইতিমধ্যে রাজ্যগুলির উদ্দেশ্যেও দেওয়া হয়েছে নির্দেশিকা। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *