নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে ভোটের কাজে গিয়ে হলুদ শাড়িতে পোলিং অফিসারের ছবি ভাইরাল হয়েছিল আগেই৷ এবার বিয়ের আসরে সবুজ শাড়িতে নেচে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন সেই মহিলা পোলিং অফিসার৷ রিনা দ্বিবেদী৷ ইভিএম হাতে এই মহিলা ভোটকর্মীকে দেখে চোখ ফেরাতে পারনেনি নেটিজেনরা৷ রাতারাতি চলে এসেছিলেন চর্চার মূল কেন্দ্রে৷ সেই রিনা ফের এলেন সোশ্যাল মিডিয়ায় হাত ধরে৷ এবার বিয়ের আসরে গাঢ় সবুজ শাড়িতে, নাভির নীচে আচল রেখে হরিয়ানার নৃত্যশিল্পী সপ্না চৌধুরিকে কঠিন চ্যালেঞ্জে ফেললেন রিনা৷ নাচলেন, তেরি আঁখকা কাজলের তালে৷ আর সেই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷
এর আগে ভোট করাতে গিয়ে ভাইরাল হন রিনা৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায় হলুদ শিফনের শাড়ির সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ পরা এক মহিলাকে। হাইলাইট করা চুল হালকা হাওয়ায় উড়ছে৷ চোখ দুটো ঢাকা রোদচশমায়। আর তীব্র রোদের মধ্যেও মুখে অমলীন হাসি। মনে হতেই পারে ইনি কোনও চিত্র-তারকা বা টেলি-তারকা। কিন্তু তাঁর গলার ব্যাজ আর হাতের ইভিএম যন্ত্র জানান দিচ্ছে তিনি একজন পোলিং অফিসার, যান জমতার মতগ্রহণ করতে।
পরে লখলউয়ের এক স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে খুঁজে পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়া মাতানো মহিলা পোলিং অফিসারকে। জানা য়ায় তাঁর আসল নাম রিনা দ্বিবেদী। তিনি লখনউ-এর সেচ বিভাগের কর্মী। লখনউ-এরই নগ্রামের ১৭৩ নং বুথে কর্তব্যপালনের দায়িত্ব ছিল তাঁর। গত ৫ মে তারিখে ওই স্থানীয় সংবাদপত্রেরই এক চিত্র-সাংবাদিক তাঁর বুথে যাওয়ার ছবি তুলেছিলেন। ওই পত্রিকাতে প্রকাশ পাওযার পরই রিনা দ্বিবেদীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
কি বলছেন তিনি? রিনা জানিয়েছেন আপাতত তিনি প্রায় সেলিব্রিটি হয়ে উঠেছেন। রাস্তায় বের হলে অনেকেই তাঁকে চিনতে পারছেন, একসঙ্গে সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করছেন। তবে সোশ্যাল মিডিয়া তাঁকে যতটা সফল পোলিং অফিসার হিসেবে ধরে নিয়েছে, ততটা সাফল্য তিনি পাননি বলে স্বীকার করেছেন রিনা।